অন্যদিকে, জোটে ফাটল যে বেশ গভীর তা বোঝা গেল আব্বাস সিদ্দিকির ভাষণে। বিমান বসু, মহম্মদ সেলিমদের নাম করলেন। অথচ অধীরের নামোল্লেখ নেই। ভাষণের শুরুতে আব্বাস বলে দিলেন,'বাম শরিকরা যেখানে দাঁড়াবে সেখানে অতীত ভুলে জেতাতে হবে।' আর শেষপর্বে আরও চাঁচাছোলা। ফুরফুরা শরিফের পীরজাদা বলেন,'অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, বাম শরিক দলের কথা বললেন। আপনি কংগ্রেসের বেলায় বললেন না কেন? স্পষ্ট জানিয়ে দিই, ভাগীদারি করতে এসেছি, তোষণ করতে আসিনি। ভাগীদারি চাই। আদিবাসী, ওবিসি ও মুসলিমদের হক বুঝে নিতে হবে। কেউ বন্ধুত্বের হাত বাড়ালে দরজা খোলা আছে।'
অন্যদিকে, জোটে ফাটল যে বেশ গভীর তা বোঝা গেল আব্বাস সিদ্দিকির ভাষণে। বিমান বসু, মহম্মদ সেলিমদের নাম করলেন। অথচ অধীরের নামোল্লেখ নেই। ভাষণের শুরুতে আব্বাস বলে দিলেন,'বাম শরিকরা যেখানে দাঁড়াবে সেখানে অতীত ভুলে জেতাতে হবে।' আর শেষপর্বে আরও চাঁচাছোলা। ফুরফুরা শরিফের পীরজাদা বলেন,'অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, বাম শরিক দলের কথা বললেন। আপনি কংগ্রেসের বেলায় বললেন না কেন? স্পষ্ট জানিয়ে দিই, ভাগীদারি করতে এসেছি, তোষণ করতে আসিনি। ভাগীদারি চাই। আদিবাসী, ওবিসি ও মুসলিমদের হক বুঝে নিতে হবে। কেউ বন্ধুত্বের হাত বাড়ালে দরজা খোলা আছে।'