অন্যদিকে, ECI-কে মুখ্যসচিবের পাঠানো রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে দরজা বন্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পায়ে চোট লেগেছে। বাইরে প্রচণ্ড ভিড় ছিল। কিন্তু, রিপোর্টে স্পষ্ট লেখা নেই যে দরজা কী কারণে বন্ধ হল? বা দরজায় কেউ ধাক্কা দেওয়ার ফলে বন্ধ হয়েছিল কিনা? অর্থাৎ পায়ে চোট নিয়ে মুখ্যমন্ত্রী যে 'ধাক্কা দেওয়ার' অভিযোগ করেছিলেন, সেই অভিযোগে মান্যতা দিল না রিপোর্ট। তবে, রিপোর্টে খুঁটির উল্লেখ রয়েছে। পাশাপাশি প্রবল ভিড়েরও উল্লেখ রয়েছে।এখন মুখ্যসচিবের পাঠানো রিপোর্ট পেয়েই আরও ২টো বিষয় তাঁর কাছে জানতে চাইল নির্বাচন কমিশন।
অন্যদিকে, ECI-কে মুখ্যসচিবের পাঠানো রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে দরজা বন্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পায়ে চোট লেগেছে। বাইরে প্রচণ্ড ভিড় ছিল। কিন্তু, রিপোর্টে স্পষ্ট লেখা নেই যে দরজা কী কারণে বন্ধ হল? বা দরজায় কেউ ধাক্কা দেওয়ার ফলে বন্ধ হয়েছিল কিনা? অর্থাৎ পায়ে চোট নিয়ে মুখ্যমন্ত্রী যে 'ধাক্কা দেওয়ার' অভিযোগ করেছিলেন, সেই অভিযোগে মান্যতা দিল না রিপোর্ট। তবে, রিপোর্টে খুঁটির উল্লেখ রয়েছে। পাশাপাশি প্রবল ভিড়েরও উল্লেখ রয়েছে।এখন মুখ্যসচিবের পাঠানো রিপোর্ট পেয়েই আরও ২টো বিষয় তাঁর কাছে জানতে চাইল নির্বাচন কমিশন।