ফের নির্বাচনী প্রচারে মাঠে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আকস্মিক দুর্ঘটনায় থা থমকে গেলেও সোমবার থেকে ফের নির্বাচনী ময়দানে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সফরে বেরোনোর আগে রবিবার, নন্দীগ্রাম দিবসে (১৪ মার্চ) বাড়ি থেকে তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবেন মমতা। বৃহস্পতিবার ইস্তাহার প্রকাশের কথা ছিল। কিন্তু তাঁর আকস্মিক দুর্ঘটনায় কর্মসূচির পরিবর্তন করতে হয়। এসএসকেএম হাসপাতাল থেকে শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরেন মুখ্যমন্ত্রী। বুধবার নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার পরে কেন্দ্র সফরের সময়ই গাড়ির দরজা থেকে বাঁ পায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। আঘাত লাগে শরীরের আরও কয়েকটি জায়গায়। দ্রুত সেখান থেকে তাঁকে আনা হয় এসএসকেএম-এ। পরীক্ষা-নিরীক্ষার পরে চিকিৎসকেরা আঘাত লাগা পায়ে প্রাথমিক প্লাস্টার করেছিলেন। সেই প্লাস্টার খুলে এ দিন ফের পরীক্ষার পরে আর একটি প্লাস্টার করা হয়। দেওয়া হয় বিশেষ ধরনের ‘প্লাস্টার শ্যু’।

অন্যদিকে, ECI-কে মুখ্যসচিবের পাঠানো রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে দরজা বন্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পায়ে চোট লেগেছে। বাইরে প্রচণ্ড ভিড় ছিল। কিন্তু, রিপোর্টে স্পষ্ট লেখা নেই যে দরজা কী কারণে বন্ধ হল? বা দরজায় কেউ ধাক্কা দেওয়ার ফলে বন্ধ হয়েছিল কিনা? অর্থাৎ পায়ে চোট নিয়ে মুখ্যমন্ত্রী যে 'ধাক্কা দেওয়ার' অভিযোগ করেছিলেন, সেই অভিযোগে মান্যতা দিল না রিপোর্ট। তবে, রিপোর্টে খুঁটির উল্লেখ রয়েছে। পাশাপাশি প্রবল ভিড়েরও উল্লেখ রয়েছে।এখন মুখ্যসচিবের পাঠানো রিপোর্ট পেয়েই আরও ২টো বিষয় তাঁর কাছে জানতে চাইল নির্বাচন কমিশন।

Find out more: