অন্যদিকে, ''ভোটে জিতেই মুখ্যমন্ত্রীর আঘাতের প্রতিশোধ নেব''। নির্বাচনী প্রচারে নেমে এমন সুরই শোনা গেল তৃণমূল সাংসদ, অভিনেত্রী মিমির গলায়। বেশকিছুদিন ধরেই নিজের কেন্দ্রের প্রার্থীদের জন্য প্রচারে নেমেছেন যাদবপুরের তৃণমূল সাংসদ, তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ৷ মঙ্গলবার বারুইপুর পুর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিভাস সর্দারের সমর্থনে বৃন্দাখালি থেকে একটি রোড শোয়ে অংশগ্রহণ নিলেন তিনি ৷ রোড শোতে ওই কেন্দ্রের প্রার্থী বিভাস সর্দার ছাড়াও উপস্থিত ছিলেন বারুইপুর তৃণমুল কংগ্রেসের ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী ৷ এই রোড শোতে অংশগ্রহণ করে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেন, ''যাঁরা কাজ করেছেন, তাঁরা এবারও নির্বাচনে জিতবেন ৷ যাঁরা দল ছেড়েছেন তাঁরা বাংলার জন্য খারাপ সময় নিয়ে আসার চেষ্টা করছেন।''
অন্যদিকে, ''ভোটে জিতেই মুখ্যমন্ত্রীর আঘাতের প্রতিশোধ নেব''। নির্বাচনী প্রচারে নেমে এমন সুরই শোনা গেল তৃণমূল সাংসদ, অভিনেত্রী মিমির গলায়। বেশকিছুদিন ধরেই নিজের কেন্দ্রের প্রার্থীদের জন্য প্রচারে নেমেছেন যাদবপুরের তৃণমূল সাংসদ, তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ৷ মঙ্গলবার বারুইপুর পুর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিভাস সর্দারের সমর্থনে বৃন্দাখালি থেকে একটি রোড শোয়ে অংশগ্রহণ নিলেন তিনি ৷ রোড শোতে ওই কেন্দ্রের প্রার্থী বিভাস সর্দার ছাড়াও উপস্থিত ছিলেন বারুইপুর তৃণমুল কংগ্রেসের ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী ৷ এই রোড শোতে অংশগ্রহণ করে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেন, ''যাঁরা কাজ করেছেন, তাঁরা এবারও নির্বাচনে জিতবেন ৷ যাঁরা দল ছেড়েছেন তাঁরা বাংলার জন্য খারাপ সময় নিয়ে আসার চেষ্টা করছেন।''