ছাতনার সভা থেকে বিজেপি-কে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, ‘‘বিজেপি একটা রাজনৈতিক দল। শুধু দাঙ্গা লাগায়। লুঠ করে। গুন্ডামি করে। টাকার ভাণ্ডার নিয়ে ঘুরে বেড়ায়। নোটবন্দিতে মানুষের টাকা লুঠ করেছিল। হাজার হাজার, লক্ষ লক্ষ কোটি টাকার হিসেব নেই। ভোটে জেতার জন্য সেই টাকা ৫০০, ১০০০, ৫০০০ টাকা করে বিলি করছে। এটা আপনাদের টাকা। বিজেপি টাকা দিয়ে ভোট কিনতে এলে ভোটবাক্স উল্টে দেবেন।’’ নীলবাড়ির লড়াইয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচন কমিশন-কে নিয়ন্ত্রণ করছেন বলেও অভইযোগ করেন তৃমমূল নেত্রী। তিনি বলেন, ‘‘নির্বাচন কমিশনের প্রতি সম্মান জানিয়েই বলছি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীই তাদের কাজে হস্তক্ষেপ করছেন। আমার সন্দেহ, তিনিই সব কিছু চালাচ্ছেন। এমন যদি চলতে থাকে, তাহলে দেশটা বিক্রি হয়ে যাবে।’’

অন্যদিকে, ''ভোটে জিতেই মুখ্যমন্ত্রীর আঘাতের প্রতিশোধ নেব''। নির্বাচনী প্রচারে নেমে এমন সুরই শোনা গেল তৃণমূল সাংসদ, অভিনেত্রী মিমির গলায়। বেশকিছুদিন ধরেই নিজের কেন্দ্রের প্রার্থীদের জন্য প্রচারে নেমেছেন যাদবপুরের তৃণমূল সাংসদ, তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ৷ মঙ্গলবার বারুইপুর পুর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিভাস সর্দারের সমর্থনে বৃন্দাখালি থেকে একটি রোড শোয়ে অংশগ্রহণ নিলেন তিনি ৷ রোড শোতে ওই কেন্দ্রের প্রার্থী বিভাস সর্দার ছাড়াও উপস্থিত ছিলেন বারুইপুর তৃণমুল কংগ্রেসের ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী ৷ এই রোড শোতে অংশগ্রহণ করে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেন, ''যাঁরা কাজ করেছেন, তাঁরা এবারও নির্বাচনে জিতবেন ৷ যাঁরা দল ছেড়েছেন তাঁরা বাংলার জন্য খারাপ সময় নিয়ে আসার চেষ্টা করছেন।''

Find out more: