‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায় যে ‘খেলা হবে’ শব্দবন্ধ বারবার ব্যবহার করে তাকে ভোটের ‘থিমলাইন’ করে তুলেছেন, মাঠে নেমেই সরাসরি তার মোকাবিলা শুরু করলেন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার পুরুলিয়ার জনসভায় মোদী বলে গিয়েছেন, ‘‘দিদি বলছেন খেলা হবে। আমি বলছি, শিক্ষা হবে। স্বাস্থ্য হবে। হাসপাতাল হবে।’’ আরও বলেছেন, ‘‘দিদির খেলা শেষ! এবার পালা উন্নয়নের।’’ তৃণমূল প্রত্যাশিত ভাবেই মনে করছে, দিদির পাল্টা মোদীর ওই স্লোগান ভারে কাটলেও ধারে কাটবে না। অন্যদিকে, বিজেপি মনে করছে, এতদিনে একটা লাগসই প্রতি আক্রমণের রাস্তা পাওয়া গিয়েছে। এতদিন নীচুতলার কর্মীরা ‘খেলা হবে’ বলে প্রতি আক্রমণ করছিলেন। কিন্তু মোদী অনেক উচ্চ স্তরের রাজনৈতিক প্রতি আক্রমণ করলেন।

অন্যদিকে, এ দিন ঝাড়গ্রামের নয়াগ্রামের সভায় অভিষেক (Abhishek Banerjee) বলেন,'নরেন্দ্র মোদী (Narendra Modi), অমিত শাহ (Amit Shah), জেপি নাড্ডা (JP Nadda), কৈলাস বিজয়বর্গীয়রা (Kailash Vijayvargiya) সভা করতে আসছেন। চ্যালেঞ্জ করছি ২ মিনিট বাংলায় কথা বলে দেখান। আমি ১ ঘণ্টা হিন্দিতে কথা বলব। আপনি বললে অসম যাব, হরিয়ানা যাব, দিল্লি যাব, মধ্যপ্রদেশ যাব। যে প্রান্তে দাঁড় করিয়ে হিন্দি বলাবেন, আমি কাগজ ছাড়া বলব। আপনারা অভিজ্ঞ নেতা বাংলায় ২ মিনিট বলতে পারবেন না! কোনও কাগজ ছাড়া ২ মিনিট বলতে হবে।' অভিষেক (Abhishek Banerjee) কটাক্ষ,'সোনার বাংলা বলতে পারছে না। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলতে গিয়ে পিণ্ডি চটকে দিয়েছে। কবিগুরু আমাদের মাঝে থাকলে লজ্জায় মাথা লুকানোর জায়গা পেত না! বহিরাগত প্রসঙ্গ টেনে অভিষেক মন্তব্য করেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লড়াই নয়। বহিরাগতদের বিতাড়নের লড়াই।'   

Find out more: