‘সবাই ভারত মাতার সন্তান’। কাঁথির সভা থেকে এ ভাবেই তৃণমূল দল ও দলনেত্রীর আক্রমণের জবাব দিলেন মোদী। বহিরাগত, পর্যটক— এ সব বলে বাংলার অপমান করা হচ্ছে, তোপ মোদীর। বাংলার মুখ্যমন্ত্রী যে বাংলার ভূমিপুত্রই হবেন, অমিত শাহের পর সেই আশ্বাস দিয়ে গেলেন প্রধানমন্ত্রীও। এ বারের ভোটে বিজেপি-র বিরুদ্ধে তৃণমূলের প্রচারের অন্যতম হাতিয়ার ‘বহিরাগত’। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দলের সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা-সহ কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের এক ঝাঁক নেতা-মন্ত্রীকে এ রাজ্যে প্রচারে নামিয়েছে বিজেপি। এ রাজ্যে বিজেপি-র কেন্দ্রীয় পর্যবেক্ষকও মধ্যপ্রদেশের নেতা কৈলাস বিজয়বর্গীয়। এই নেতাদের কটাক্ষ করেই বহিরাগত বলে আক্রমণ শানাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের প্রায় সর্বস্তরের নেতারা।

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বিঁধে মোদী বলেন,  দিদি আজকাল মেদিনীপুরে এসে বারবার বাহানা বানাচ্ছেন। এখান মানুষকে একবার আমপান গুড়িয়ে দিয়েছে। তারপর দিদির তোলাবাজরা লুটে নিয়েছে। এর কোনও জবাব দিদির কাছে নেই। এখানে কেন্দ্র যে ত্রাণ পাঠিয়েছিল তা ভাইপো উইন্ডোতে আটকে গিয়েছে। আজ বাংলার মানুষ প্রশ্ন করছে আমপানের চাল কে লুট করেছে। যখন প্রয়োজন হয় তখন দিদিকে দেখা যায় না। আর যখন ভোট আসে তখন দিদি বলেন, দুয়ারে সরকার। এখানে ছোট বাচ্চা প্রর্যন্ত আপনার খেলা বুঝে গিয়েছে। তাই ২ মে আপনাকে দরজা দেখিয়ে দেবে। মোদীর দাবি, বাংলার মানুষ ঠিক করে ফলেছে তৃণমূলের খেলা শেষ হবে। বিকাশ শুরু হবে। বাংলার উন্নয়ন বিজেপির সংকল্প। এর জন্য বিজেপি সব চেষ্টা করবে। বাংলা চায় শিক্ষা, শিল্প, কংর্মসংস্থান, বাংলা চায় নারীর সম্মান বাংলা চায় বিজেপি সরকার। বাংলার দরকার বিজেপি সরকার।

Find out more: