পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বিঁধে মোদী বলেন, দিদি আজকাল মেদিনীপুরে এসে বারবার বাহানা বানাচ্ছেন। এখান মানুষকে একবার আমপান গুড়িয়ে দিয়েছে। তারপর দিদির তোলাবাজরা লুটে নিয়েছে। এর কোনও জবাব দিদির কাছে নেই। এখানে কেন্দ্র যে ত্রাণ পাঠিয়েছিল তা ভাইপো উইন্ডোতে আটকে গিয়েছে। আজ বাংলার মানুষ প্রশ্ন করছে আমপানের চাল কে লুট করেছে। যখন প্রয়োজন হয় তখন দিদিকে দেখা যায় না। আর যখন ভোট আসে তখন দিদি বলেন, দুয়ারে সরকার। এখানে ছোট বাচ্চা প্রর্যন্ত আপনার খেলা বুঝে গিয়েছে। তাই ২ মে আপনাকে দরজা দেখিয়ে দেবে। মোদীর দাবি, বাংলার মানুষ ঠিক করে ফলেছে তৃণমূলের খেলা শেষ হবে। বিকাশ শুরু হবে। বাংলার উন্নয়ন বিজেপির সংকল্প। এর জন্য বিজেপি সব চেষ্টা করবে। বাংলা চায় শিক্ষা, শিল্প, কংর্মসংস্থান, বাংলা চায় নারীর সম্মান বাংলা চায় বিজেপি সরকার। বাংলার দরকার বিজেপি সরকার।
পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বিঁধে মোদী বলেন, দিদি আজকাল মেদিনীপুরে এসে বারবার বাহানা বানাচ্ছেন। এখান মানুষকে একবার আমপান গুড়িয়ে দিয়েছে। তারপর দিদির তোলাবাজরা লুটে নিয়েছে। এর কোনও জবাব দিদির কাছে নেই। এখানে কেন্দ্র যে ত্রাণ পাঠিয়েছিল তা ভাইপো উইন্ডোতে আটকে গিয়েছে। আজ বাংলার মানুষ প্রশ্ন করছে আমপানের চাল কে লুট করেছে। যখন প্রয়োজন হয় তখন দিদিকে দেখা যায় না। আর যখন ভোট আসে তখন দিদি বলেন, দুয়ারে সরকার। এখানে ছোট বাচ্চা প্রর্যন্ত আপনার খেলা বুঝে গিয়েছে। তাই ২ মে আপনাকে দরজা দেখিয়ে দেবে। মোদীর দাবি, বাংলার মানুষ ঠিক করে ফলেছে তৃণমূলের খেলা শেষ হবে। বিকাশ শুরু হবে। বাংলার উন্নয়ন বিজেপির সংকল্প। এর জন্য বিজেপি সব চেষ্টা করবে। বাংলা চায় শিক্ষা, শিল্প, কংর্মসংস্থান, বাংলা চায় নারীর সম্মান বাংলা চায় বিজেপি সরকার। বাংলার দরকার বিজেপি সরকার।