পশ্চিমবঙ্গে ২০২১ বিধানসভা নির্বাচনের প্রথম দফা ফোন কাণ্ডে উত্তাল। ঘটনার সূত্রপাত শনিবার দুপুরে। শনিবার দুপুরে প্রথম দফার ভোটপর্বের মাঝপথেই অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের জন্য ‘ধন্যবাদ জানাতে’ নির্বাচন কমিশনের দফতরে এসেছিল বিজেপি প্রতিনিধিদল। পশ্চিমবঙ্গে বিজেপি-র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, সাংসদ অর্জুন সিংহ এবং শিশির বাজোরিয়া ছিলেন সেই দলে। কমিশনের দফতর থেকে কৈলাসরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানেও আসে ওই অডিয়ো প্রসঙ্গ। কৈলাস বলেন, ‘‘একটি রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি-র এক নেতাকে ফোন করে যে ভাবে স্তোক দেওয়ার চেষ্টা করেছেন, সেটি আমরা আমাদের নেতা শিশিরজি (বাজোরিয়া)-কে আপনাদের শোনাতে বলব।’’ এর পর শিশির সাংবাদিকদের অডিয়ো টেপটি শোনান। তিনি বলেন, ‘‘একজন মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি এলাকায় ঢুকতে পারতেন না’। মুখ্যমন্ত্রী হয়ে তিনি যদি ঢুকতে না পারেন, তবে তো তাঁর বিদায় নেওয়া উচিত।’’ সেই অডিও ক্লিপে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছেন বিজেপি নেতা প্রলয় পালকে।

অন্যদিকে,  সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) বলেন, "অনেকদিন ধরে ভোট দেখছি। ৬ বছরে কম রিগিং হয়েছে। দ্বিতীয় দফায় ১০০ শতাংশ বুথে মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, এবার সেটা মুখ্য নির্বাচনী আধিকারিককে দেখতে বলেছি। আজ শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর গাড়িতে হামলা হয়েছে। তালিকাভুক্ত অপরাধীদের আগেই গ্রেফতার করা হলে, এরপর আর এমনটা হবে না। মোটের উপর ৪ দশকে বাংলায় এত সুষ্ঠু ও অবাধ ভোট হল।"

Find out more: