২৭ মার্চ। আট দফা ভোটের প্রথম দফা হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ নির্বাচনের। আর দোলের দিন নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর স্বভাবতই কৌতূহল ছিলো কী বলবেন ? আর পশ্চিমবঙ্গ নির্বাচন নিয়েও মুখ খুললেন অমিত শাহ। বললেন, ৩০ এর মধ্যে ২৬টি আসন পেতে চলেছে বিজেপি। নন্দীগ্রামের মানুষদের বলতে চাই নন্দীগ্রাম পরিবর্তন করলে গোটা বাংলাতেই পরিবর্তন হয়ে যাবে। তাই আমি তাঁদের এই আবেদনই করতে চাই যে নন্দীগ্রাম থেকেই পরিবর্তন শুরু হোক। বাংলায় এর আগে ভোটে হিংসা আর হানাহানি ছাড়া কিছু দেখা যায়নি। এই প্রথম বার বাংলার মানুষ এই রকমের ভোট দেখলেন। মানুষ মোদীজির উপর ভরসা করছেন। তাঁরা চান কেন্দ্রের কল্যাণমূলক প্রকল্প বাংলাতেও আসুক। তাই তাঁরা আমাদের ক্ষমতায় আনবেন। আর প্রথম দফা ভোটেই ফোনালাপ কাণ্ডে উত্তাল হয় বঙ্গ রাজনীতি। পরবর্তী ভোট ১ এপ্রিল।
অন্যদিকে, রাজ্যে প্রথম দফার ভোটে ৩০টি আসনের মধ্যে ২৬টিতেই বিজেপি (BJP) জয়ী হবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দ্বিতীয় দফার ভোটে নন্দীগ্রাম থেকে বাংলার ভাগ্য পরিবর্তনের ডাক দিয়েছেন তিনি। দিল্লি থেকে শাহের এই দাবির পরই চণ্ডীপুরের (Chandipur) নির্বাচনী প্রচার সভা থেকে পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। দাবি করলেন, তৃণমূলের (TMC) হয়ে জবাব মানুষ-ই দেবে। তাঁর আলাদা করে কিছু বলার প্রয়োজন পড়বে না।
Find out more: