ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। সোমবার দেশজুড়ে আক্রান্ত ১,০৩,৫৫৮ জন। দেশের ৮ রাজ্য়ের পরিস্থিতি আশঙ্কাজনক। বাংলাতেও দৈনিক সংক্রমণ ২ হাজারের কাছাকাছি। এরকম এক পরিস্থিতিতে ৮ এপ্রিল বৃহস্পতিবার একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্র সরকার সূত্রে খবর, বৃহস্পতিবার ও বৈঠক হবে সন্ধে সাড়ে ছটায়। বৈঠকে উপস্থিত থাকবেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা রাজ্যের মুখ্য সচিব। দেশের ৪ রাজ্যে বিধানসভা নির্বাচন চলছে। ওইসব রাজ্যের মুখ্যসচিবরা বৈঠকে উপস্থিত থাকবেন। মনে করা হচ্ছে করোনা করোনা নিয়ন্ত্রণে বেশকিছু নির্দেশিকাও দিতে পারেন প্রধানমন্ত্রী।  ওইসব রাজ্যের মুখ্যসচিবরা বৈঠকে উপস্থিত থাকবেন। মনে করা হচ্ছে করোনা করোনা নিয়ন্ত্রণে বেশকিছু নির্দেশিকাও দিতে পারেন প্রধানমন্ত্রী। ওইসব রাজ্যের মুখ্যসচিবরা বৈঠকে উপস্থিত থাকবেন। মনে করা হচ্ছে করোনা করোনা নিয়ন্ত্রণে বেশকিছু নির্দেশিকাও দিতে পারেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে সংক্রমণের হার ছাড়িয়ে গিয়েছে ৭ শতাংশের বেশি। ৫ এপ্রিল এই খবর লেখা পর্যন্ত, গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১,৯৬১ জন। কলকাতায় আক্রান্ত ৬০৬ জন। তার পরেই উত্তর ২৪ পরগনা— ৫০৩ জন। রাজ্যে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যাও ১০,০০০ পেরিয়েছে। চিকিৎসকদের অধিকাংশের বক্তব্য, এমন পরিস্থিতির সামনে দাঁড়িয়েও হুঁশ ফিরছে না মানুষের। দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়লেও নির্বাচন নিয়ে মেতে রয়েছেন জনপ্রতিনিধিরা। প্রশাসন এবং নির্বাচন কমিশনও তাদের ‘ভূমিকা’ পালন করছে না। প্রতিদিন কমপক্ষে ১০ লক্ষ মানুষকে টিকার আওতায় আনতেই হবে।

Find out more: