প্রসঙ্গত, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে সংক্রমণের হার ছাড়িয়ে গিয়েছে ৭ শতাংশের বেশি। ৫ এপ্রিল এই খবর লেখা পর্যন্ত, গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১,৯৬১ জন। কলকাতায় আক্রান্ত ৬০৬ জন। তার পরেই উত্তর ২৪ পরগনা— ৫০৩ জন। রাজ্যে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যাও ১০,০০০ পেরিয়েছে। চিকিৎসকদের অধিকাংশের বক্তব্য, এমন পরিস্থিতির সামনে দাঁড়িয়েও হুঁশ ফিরছে না মানুষের। দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়লেও নির্বাচন নিয়ে মেতে রয়েছেন জনপ্রতিনিধিরা। প্রশাসন এবং নির্বাচন কমিশনও তাদের ‘ভূমিকা’ পালন করছে না। প্রতিদিন কমপক্ষে ১০ লক্ষ মানুষকে টিকার আওতায় আনতেই হবে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে সংক্রমণের হার ছাড়িয়ে গিয়েছে ৭ শতাংশের বেশি। ৫ এপ্রিল এই খবর লেখা পর্যন্ত, গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১,৯৬১ জন। কলকাতায় আক্রান্ত ৬০৬ জন। তার পরেই উত্তর ২৪ পরগনা— ৫০৩ জন। রাজ্যে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যাও ১০,০০০ পেরিয়েছে। চিকিৎসকদের অধিকাংশের বক্তব্য, এমন পরিস্থিতির সামনে দাঁড়িয়েও হুঁশ ফিরছে না মানুষের। দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়লেও নির্বাচন নিয়ে মেতে রয়েছেন জনপ্রতিনিধিরা। প্রশাসন এবং নির্বাচন কমিশনও তাদের ‘ভূমিকা’ পালন করছে না। প্রতিদিন কমপক্ষে ১০ লক্ষ মানুষকে টিকার আওতায় আনতেই হবে।