প্রায় ১০০ ঘণ্টা বন্দি পর মুক্তি। 'নকশাল কাকু, আমার বাবাকে ফিরিয়ে দাও প্লিজ৷' ছোট্ট সেই মেয়েদের আবেদনেই নকশালদের মন গলল কি না, জানা নেই৷ তবে বন্দি করার পাঁচ দিন পর ছত্তীসগড়ের বিজাপুর থেকে অপহৃত সিআরপিএফ জওয়ান রাকেশ্বর সিং মানহসকে মুক্তি দিল মাওবাদীরা৷ পাঁচ বছরের রাঘবী এই রাকেশ্বরেরই একমাত্র মেয়ে৷ গত শনিবার বিজাপুরে মাওবাদী দমন অভিযানে গিয়ে অপহৃত হন রাকেশ্বর৷ ভয়াবহ মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছিলেন আরও অন্তত ২২ জন জওয়ান৷ সরকারি সূত্রেই অপহৃত সিআরপিএফ জওয়ানের মুক্তির কথা জানানো হয়েছে৷ বৃহস্পতিবার প্রায় হাজার গ্রামবাসীর সামনে মুক্তি দেওয়া হয় সিআরপিএফের কোবরা বাহিনীর ওই জওয়ানকে। মুক্তি পাওয়ার পর সংবাদসংস্থাকে রাকেশ্বরের স্ত্রী বলেন, ‘‘আজ আমার জীবনে সব চেয়ে খুশির দিন। আমি জানতাম ও ফিরে আসবে।''

পুলিশ সূত্রে খবর, সমাজকর্মী ধর্মপাল সাইনি, গোন্দওয়ানা সম্প্রদায়ের প্রধান গেলাম বোরাইয়া এবং স্থানীয় গ্রামবাসীদের উপস্থিতিতেই ওই অপহৃত জওয়ানকে মুক্তি দেয় মাওবাদীরা গোন্দওয়ানা সম্প্রদায়ের প্রধান গেলাম বোরাইয়া এবং স্থানীয় গ্রামবাসীদের উপস্থিতিতেই ওই অপহৃত জওয়ানকে মুক্তি দেয় মাওবাদীরা গোন্দওয়ানা সম্প্রদায়ের প্রধান গেলাম বোরাইয়া এবং স্থানীয় গ্রামবাসীদের উপস্থিতিতেই ওই অপহৃত জওয়ানকে মুক্তি দেয় মাওবাদীরা গোন্দওয়ানা সম্প্রদায়ের প্রধান গেলাম বোরাইয়া এবং স্থানীয় গ্রামবাসীদের উপস্থিতিতেই ওই অপহৃত জওয়ানকে মুক্তি দেয় মাওবাদীরা  ৷ রাকেশ্বরের মুক্তির জন্য মাওবাদীদের সঙ্গে আলোচনা করতে ১১ জনের একটি দল গঠন করা হয়েছিল৷ তার মধ্যে সাতজন স্থানীয় সাংবাদিকও ছিলেন৷

Find out more: