আগামিকাল রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। এর আগে একাধিক বার ভোটপ্রচারে এসেছেন নরেন্দ্র মোদী। বেশ কয়েক বার এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। এর আগে গত ১ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের দিনে মোদী জোড়া সভা করেছিলেন। তাঁর প্রথম সভা ছিল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে। ওই দিনই পরের সভাটি তিনি করেন হাওড়ার উলুবেড়িয়ায়। এর পরে গত ৩ এপ্রিল তিনি ২টি সমাবেশ করেন, একটি হুগলির তারকেশ্বরে এবং অন্যটি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। তৃতীয় দফার ভোটের দিন অর্থাৎ ৬ এপ্রিলও মোদী জোড়া জনসভা করেন। প্রথমটি কোচবিহারে এবং পরেরটি হাওড়ার ডুমুরজলায়।

অন্যদিকে, নন্দীগ্রামকাণ্ডের জেরে সরানো হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিরাপত্তা আধিকারিককে। কমিশনের নির্দেশ অশোক চক্রবর্তীকে সরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হল। গত ১০ মার্চ নন্দীগ্রামে ভোটপ্রচারে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁকে নিয়ে আসা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। তারপর থেকে হুইল চেয়ারেই প্রচার চালিয়ে যাচ্ছেন মমতা। সেদিনই তিনি অভিযোগ করেছিলেন,'ষড়যন্ত্র করে তাঁকে ধাক্কা দিয়েছিল কয়েকজন। গাড়ির দরজা চেপে যায় পায়ে।' ওই ঘটনার পর জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। বিশেষ পুলিস পর্যবেক্ষক রিপোর্ট পাঠিয়েছিল। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতি ছিল বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। বিশেষ পুলিস পর্যবেক্ষক রিপোর্ট পাঠিয়েছিল। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতি ছিল বলে রিপোর্টে উল্লেখ রয়েছে।

Find out more: