শিলিগুড়ির জনসভায় মোদী বলেন, দিদি এখন ট্রেনিং দিচ্ছেন। দশ বছর একটি রাজ্য শাসন করার পর দিদি এখন সাধারণ মানুষকে শেখাচ্ছেন কীভাবে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করতে হবে। কেমন করে বুথে হামলা করতে হবে। দেশের বাহাদুর জওয়ান জঙ্গিদের, নকশালদের ভয় পায় না। তারা আপনার গুন্ডাদের ভয় পাবে? দিদির গুন্ডারা ছাপ্পা ভোট দিতে পারছে না। এর জন্য়ই দিদির এত রাগ। গত ১০ বছরের হিসেব তিনি দেননি। কিন্তু যেখানেই যাচ্ছেন সেখানেই মোদীকে গালাগাল করছেন।
শিলিগুড়ির জনসভায় মোদী বলেন, দিদি এখন ট্রেনিং দিচ্ছেন। দশ বছর একটি রাজ্য শাসন করার পর দিদি এখন সাধারণ মানুষকে শেখাচ্ছেন কীভাবে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করতে হবে। কেমন করে বুথে হামলা করতে হবে। দেশের বাহাদুর জওয়ান জঙ্গিদের, নকশালদের ভয় পায় না। তারা আপনার গুন্ডাদের ভয় পাবে? দিদির গুন্ডারা ছাপ্পা ভোট দিতে পারছে না। এর জন্য়ই দিদির এত রাগ। গত ১০ বছরের হিসেব তিনি দেননি। কিন্তু যেখানেই যাচ্ছেন সেখানেই মোদীকে গালাগাল করছেন।