মাস্ক না পরলে ৫০০ টাকার জরিমানা। রেল চত্বরে প্রবেশ করলে ট্রেন অথবা স্টেশনে মাস্ক পরে না থাকলে জরিমানা দিতে হবে। গত বেশ কিছু সপ্তাহ ধরে দেখা যাচ্ছে পরিযায়ী শ্রমিকদের ভিড় রয়েছে স্টেশন ও ট্রেনে। মূলত, দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে স্টেশনে পরিযায়ী শ্রমিকদের আনাগোনা দেখা যাচ্ছে। গত বছর দেখা গিয়েছিল, ট্রেন বাস না পাওয়ায় দীর্ঘ পথ হেঁটেছিলেন তাঁরা। ছিল না কাছে খাবার ও জল। সকলের জন্যই মাস্ক বাধ্যতামূলক করল রেল। 

রেলের তরফে ঘোষণা করা হয়েছে, শুধুমাত্র যে মাস্ক না পরলেই জরিমানা করা হবে তা নয়, থুতু ফেললে বা অন্য কোনও ভাবে প্ল্যাটফর্ম ও ট্রেন নোংরা করলেও এই জরিমানা নেওয়া হবে। আপাতত ৬ মাসের জন্য এই নির্দেশিকা জারি থাকবে বলে জানিয়েছে রেল। তার পরে ফের সিদ্ধান্ত নেওয়া হবে।

ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির পিছনে যে কয়েকটি রাজ্যের ভূমিকা সব থেকে বেশি, তার মধ্যে উল্লেখযোগ্য মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি, ছত্তীসগঢ়, কর্ণাটক, হরিয়ানা, রাজস্থান, পঞ্জাব, কেরল, দিল্লি, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, গুজরাত, তেলঙ্গানা, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গ। তাই এই সব রাজ্যের স্টেশন ও ট্রেনগুলিতে বেশি গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রেলের তরফে। অন্যদিকে, ইতিমধ্যেই দেশের ১৫টি রাজ্যে সপ্তাহান্তিক কার্ফু কিংবা নাইট কার্ফু জারি করা হয়েছে। সব জায়গায় কোভিড বিধি মেনে চলার ক্ষেত্রে করা নির্দেশিকা জারি করা হচ্ছে।

Find out more: