বীজপুর বিধানসভা কেন্দ্রে এ বারের বিজেপি প্রার্থী মুকুল পুত্র শুভ্রাংশু রায়। রাজনীতির পাশাপাশি নানা ব্যবসার সঙ্গে যুক্ত শুভ্রাংশু। ব্যবসার অংশীদার তাঁর স্ত্রীও। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী শুভ্রাংশুর হাতে নগদ রয়েছে ১ লাখ ৭৩ হাজার ৮২৭ টাকা। স্ত্রীর হাতে নগদ রয়েছে ১ লাখ ১৪ হাজার ৫৩২ টাকা। এসবিআই, পিএনবি, ইউকো ব্যাঙ্কের মোট ৬টি শাখায় তাঁর রয়েছে ১৫ লাখ ৬৫ হাজার টাকা। ডাকঘরে রয়েছে ৫ হাজার ২৩৯ টাকা। তাঁর স্ত্রীর ব্যাঙ্কে রয়েছে মোট ২১ লাখ ২৮ হাজার ৮২২ টাকা। শেয়ার বাজারে বিনিয়োগ তাঁর ১১ লাখ ২ হাজার টাকা।
এসবিআইয়ের একটি মিউচুয়াল ফান্ডে শুভ্রাংশুর বিনিয়োগ ১৫ লাখ টাকা এবং রিলায়্যান্স মিড স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ৩ লাখ ৬০ হাজার টাকা। তাঁর স্ত্রীর শেয়ার বাজারে রয়েছে ৭৪ হাজার ৩৬৪ টাকার বিনিয়োগ। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন সাড়ে ১০ লাখ টাকা। তাঁর নামে ৪টি এবং স্ত্রীর নামে ৩টি জীবনবিমা রয়েছে। তাঁর নামে যে ৪টি বিমা রয়েছে সেগুলি যথাক্রমে ৭ লাখ ৫৪ হাজার ১৮৫ টাকা, ১০ লাখ ৩৩ হাজার ৬৬৪ টাকা, ১ লাখ ৮ হাজার ২৮৪ টাকা এবং ৯৯ হাজার টাকার। তাঁর নামে কোনও গাড়ি নথিভুক্ত নেই বলে জানিয়েছেন শুভ্রাংশু। তবে তাঁর স্ত্রীর নামে একটি হুন্ডাই রয়েছে। যেটি ২০১৬ সালে ১১ লাখ ৯১ হাজার ৭৭১ টাকা দিয়ে কিনেছিলেন তিনি। শুভ্রাংশুর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭৬ লাখ ৪৫ হাজার ৪৪২ টাকা। তাঁর স্ত্রীর ৭৫ লাখ ৯৮ হাজার ৬০৭ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। এর বাইরে তাঁর দুই সন্তানের নামে ব্যাঙ্ক, বিমা এবং গয়না মিলিয়ে যথাক্রমে ১৩ লাখ ৯৩ হাজার ২৩৫ টাকা এবং ৬ লাখ ৩৪ হাজার টাকা রয়েছে বলে হলফনামায় জানিয়েছেন শুভ্রাংশু।
Find out more: