বিকেল ৫টা পর্যন্ত সব মিলিয়ে ৫ জেলায় ৭৫.০৬ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। সোমবার কলকাতার প্রথম পর্বের ভোট ছিল। ১১টি আসনের মধ্যে সপ্তম দফায় দক্ষিণ কলকাতার ৪টি আসন ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ এবং কলকাতা বন্দরে ভোট প্রক্রিয়া চলে প্রায় নির্বিঘ্নেই। বিকেল ৫টা পর্যন্ত ৫৯.৯১ শতাংশ ভোট পড়েছে। বাকি ৫ জেলার মধ্যে সবচেয়ে কম ভোটের হার কলকাতাতেই। সবচেয়ে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদে। ১১টি কেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত ৮০.৩০ শতাংশ ভোট পড়েছে এই জেলায়। ভোটের হারে এরপরই রয়েছে দক্ষিণ দিনাজপুর। ৫টা পর্যন্ত ৮০.২১ শতাংশ ভোট পড়েছে সেখানে। এ ছাড়া মালদহে ৭৮.৭৬ শতাংশ এবং পশ্চিম বর্ধমানে ৭০.৩৪ শতাংশ ভোট পড়েছে বিকেল ৫টা পর্যন্ত।

অন্যদিকে, ভোট আসলে যে উৎসব তা প্রমাণ করল মালদা হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের ভৈরব পুর গ্রাম।  ভোট চলছে, সেই সঙ্গে চলছে মেলাও। ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটার দূরেই রীতিমতো মেলা বসে গিয়েছে। সেখানে বিক্রি হচ্ছে  রকমারি খাবার। সেখানে কোভিডবিধি একেবারে শিকেয় উঠেছে। গ্রামবাসীদের দাবি, তাঁরা ভোটটাকে প্রত্যেক বছরই উৎসব হিসেবে বেছে নেন। এই সময় গ্রামের সমস্ত মানুষ এক জায়গায় হন। তাই তাঁরা এই দিন উৎসবে মেতে ওঠেন। সেজন্য গ্রামবাসীরা সেখানে বেলুন, খেলনা, খাবার-দাওয়ারের আয়োজন করে থাকেন। কিন্তু, করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় যেভাবে সংক্রমণ হচ্ছে, তাতে এই মেলা থেকে করোনা ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থেকে যায়।

Find out more: