করোনার দ্বিতীয় ঢেউয়ের (Covid Second Wave) আবহে এই প্রথম রাজ্যে বিধিনিষেধ জারি করে সরকারি নির্দেশিকা দিল নবান্ন (Nabanna)। করোনার দ্বিতীয় ঢেউ প্রচণ্ড গতিতে সংক্রমণ ছড়াচ্ছে হু হু করে বাড়ছে সংক্রমণ আক্রান্তের সংখ্যাও বাড়ছে শুক্রবার সন্ধ্যা থেকেই রাজ্যে অনির্দিষ্ট কালের জন্য সমস্ত সিনেমা হল, শপিং মল, বিউটি পার্লার, রেস্তরাঁ, বার, ক্রীড়াঙ্গন, জিম, স্পা এবং সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওষুধ বা মুদির দোকান খোলা থাকলেও অন্যান্য দোকানপাট এবং বাজার সকাল এবং বিকেলে কিছু ক্ষণের জন্য খোলা রাখা যাবে। সামাজিক এবং সাংস্কৃতিক সমস্ত অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। করোনা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা মেনে শুক্রবার সন্ধ্যায় এই সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশ করেছে নবান্ন। এই নির্দেশের অন্যথা হলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়।

তবে হোম ডেলিভারি ও অনলাইন পরিষেবা বহাল থাকবে। বাজারের সময়সীমাও বেঁধে দিয়েছে সরকার। সকাল ৭ থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে বাজার। ফের খোলা থাকবে দুপুরে ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত। ছাড় দেওয়া হয়েছে অত্যাবশ্যকীয় জিনিসপত্র, মুদিখানা ও মেডিক্যাল দোকানকে। রাজ্য সরকারের এই নির্দেশ এখন থেকেই লাগু হবে। নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছিল, গণনাকেন্দ্রে জমায়েত করা যাবে না। বিজয় মিছিলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই নির্দেশ মেনে চলতে হবে বলে জানানো হয়েছে নবান্নের নির্দেশিকায়।

Find out more: