২০২০ সালের ২১ ডিসেম্বর প্রশান্ত কিশোর (Prashant Kishor) টুইট করেছিলেন,''বিজেপিকে তোল্লাই দিচ্ছে সহযোগী সংবাদমাধ্যমগুলি। বাস্তবে দুই সংখ্যা পার করতে কষ্ট করতে হবে বিজেপিকে। এর চেয়ে বেশি আসন পেলে পেশা ছেড়ে দেব। টুইটটি মনে রাখুন।'' বড় হেরফের না হলে এখনও পর্যন্ত ভোট-প্রবণতায় স্পষ্ট, বাংলায় একশো পার করছে না গেরুয়া শিবির। রবিবার পুরনো টুইট আরও একবার সামনে আনলেন তৃণমূলের ভোটকৌশলী। তাঁর কথা মিলে গেলেও সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেছেন পিকে। একটি সংবাদমাধ্যমকে প্রশান্ত কিশোর (Prashant Kishor) বলেন,''বিরতি নেওয়ার সময় হয়েছে। জীবনে অন্য কিছু করতে চাই।''
রবিবার দুপুর ৩টে পর্যন্ত রাজ্যে ২০২ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। বিজেপি এগিয়ে রয়েছে ৮৬ আসনে। গত দু’বছর ধরে যে ভাবে বাংলায় দাপট দেখিয়েছে গেরুয়া বাহিনী, সেই পরিস্থিতিতে তাঁর জাদুদণ্ডই তৃণমূলকে পথ সাফল্যের পথ দেখিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এ নিয়ে সংবাদমাধ্যম তাঁকে প্রশ্ন করলে প্রশান্ত বলেন, ‘‘দিদিকে সাহায্য করতে পেরে খুশি আমি। এই জয়ের মধ্যেও জানিয়ে রাখি যে আমি এই কাজ ছাড়ছি। আর এই কাজ করতে চাই না। অনেক হয়েছে। সহকর্মীদের হাতে আইপ্যাকের দায়িত্ব তুলে দিয়ে জীবনে অন্য কিছু করতে চাই আমি।’’ তাহলে কি রাজনীতিতে যোগ দেবেন? প্রশান্তের জবাব,''আমি ব্যর্থ রাজনীতিক। দেখতে হবে আমি ঠিক কী করতে পারি।' বিজেপির হারের বিশ্লেষণে প্রশান্তের অভিমত, মোদীর জনপ্রিয়তায় ভর করে সব ভোটে জেতা সম্ভব নয়।
Find out more: