ভোট শতাংশের হিসেবে এটাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত দলের সবচেয়ে ভাল ফল। ভোটগণনার গতিপ্রকৃতির ইঙ্গিত, মোটের উপর ৪৮ শতাংশ ভোট পেতে চলেছে তৃণমূল। অতীতে কোনও বিধানসভা বা লোকসভা নির্বাচনে এত আসন পায়নি তারা। ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে মোট ৬টি লোকসভা এবং ৫টি বিধানসভা ভোটে লড়েছে তৃণমূল। বিধানসভা ভোটের নিরিখে এ পর্যন্ত সেরা ফল হয়েছিল ২০১৬ সালে। ৪৪.৯১ শতাংশ ভোট পেয়ে ২১১টি আসনে জিতেছিল জোড়াফুল। ভোট শতাংশের পাশাপাশি আসন প্রাপ্তির হিসেবেও এ বারে সেই সংখ্যাকে ছাপিয়ে যাচ্ছে তারা। ২০১১-র বিধানসভা ভোটে ৩৮.৯৩ শতাংশ ভোট পেয়ে ১৮৪টি আসন দখল করেছিল তৃণমূল। তবে সে বার তারা লড়েছিল ২২৬টি আসনে। কংগ্রেস-সহ অন্য সহযোগীদের বাকি আসনগুলি ছেড়েছিল।
অন্যদিকে, 'দিদি ও দিদিইই' সম্বোধনে বাংলায় প্রতিটি প্রচারে মমতাকে (Mamata Banerjee) আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। বাংলায় তৃণমূলের বিরাট জয়ের পর সেই 'দিদি'কে অভিনন্দন জানিয়েছেন তিনি। কোভিড পরিস্থিতিতে বাংলার পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। প্রধানমন্ত্রী (PM Narendra Modi) টুইট করেছেন,''দলকে আর্শীবাদ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের ভাই-বোনেদের ধন্যবাদ জানাচ্ছি। আগে বিজেপির তেমন শক্তি ছিল না। তা তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে। মানুষের সেবা করে চলবে বিজেপি। সকল কর্মীদের সাধুবাদ জানাচ্ছি।'' তৃণমূল নেত্রীর উদ্দেশে মোদীর (PM Modi) বার্তা,''পশ্চিমবঙ্গে তৃণমূলের জয়ের জন্য মমতা দিদিকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলার মানুষের স্বপ্নপূরণ ও কোভিড মোকাবিলায় সবরকম সহযোগিতা করবে কেন্দ্র।''
Find out more: