গতকাল বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁকে শপথ গ্রহণ পাঠ করান। সোমবার তৃণমূল ভবনের সাংবাদিক সম্মেলনে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় প্রোটেম স্পিকার হিসেবে সুব্রত মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করেছিলেন। গতকাল মুখ্যমন্ত্রীর পর রাজ্যপাল জগদীপ ধনখড় প্রোটেম স্পিকার হিসেবে শপথগ্রহণ করান বালিগঞ্জের বিধায়ককে। আজ ও কাল প্রোটেম স্পিকার হিসেবে ২৯১ জন রাজ্যের বিধায়ককে শপথগ্রহণ করাচ্ছেন তিনি। প্রথম পর্যায় ১১ টা থেকে ১ টা পর্যন্ত শপথ গ্রহণ এবং দ্বিতীয় দফায় শপথ গ্রহণ হবে বেলা ২ টো থেকে ৪ টা পর্যন্ত।
বৃহস্পতিবার ও শুক্রবার শপথ ২৯১ জন বিধায়কের। প্রথম দিন শপথ নিচ্ছেন রাজ্যের ৮ জেলার ১৪৩ জন বিধায়ক। তার মধ্যে রয়েছেন তৃণমূল ও বিজেপি-র ১২ তারকা। তাঁদের মধ্যে বেশিরভাগই এ বার প্রথম বিধায়ক হয়েছেন। বৃহস্পতিবার শপথ নিচ্ছেন তৃণমূলের রাজ চক্রবর্তী, লাভলি মৈত্র, অদিতি মুন্সি, কাঞ্চন মল্লিক, সোহম চক্রবর্তী, জুন মালিয়া, বীরবাহা হাঁসদা, চিরঞ্জিত চক্রবর্তী, মনোজ তিওয়ারি ও বিদেশ বসু। বৃহস্পতিবার শপথ নিচ্ছেন তৃণমূলের রাজ চক্রবর্তী, লাভলি মৈত্র, অদিতি মুন্সি, কাঞ্চন মল্লিক, সোহম চক্রবর্তী, জুন মালিয়া, বীরবাহা হাঁসদা, চিরঞ্জিত চক্রবর্তী, মনোজ তিওয়ারি ও বিদেশ বসু। এঁদের মধ্যে চিরঞ্জিত ছাড়া বাকি সবাই প্রথম বারের জন্য বিধায়ক পদে শপথ নেবেন। অন্য দিকে, বিজেপি-র ২ তারকা হিরণ চট্টোপাধ্যায় ও অশোক ডিন্ডা শপথ নেবেন।
Find out more: