ভোট শেষ হওয়ার পরই রাজ্য সরকারি কর্মীদের জন্য উৎসব অ্যাড হক বোনাসের ঘোষণা করা হল। পাশাপাশি পেনশনভোগীদের জন্য এককালীন ভাতার ঘোষণা হয়েছে বৃহস্পতিবার। সরকারের তরফে জানানো হয়েছে, সর্বনিম্ন সাড়ে চার হাজার থেকে সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত অ্যাডহক বোনাস দেওয়া হবে। যা আগামী ১০ মাসের মধ্যে শোধ করতে হবে সরকারি কর্মচারিদের। যে সব কর্মীর মাসিক আয় ৩৬ হাজার টাকা পর্যন্ত, শুধু তাঁরাই এই সুবিধা পাবেন। এ ছাড়াও পেনশনভোগীদের জন্য এককালীন আড়াই হাজার টাকার ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার। ৩১ হাজার টাকার নীচে মাসিক পেনশন হলে এককালীন আড়াই হাজার টাকা মিলবে। মুসলিম কর্মীরা ইদের আগেই এই সুবিধা পাবেন। অমুসলিমদের ক্ষেত্রে এই সময়সীমা ২৭ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর।
অন্যদিকে, ভোট পরবর্তী হিংসায় হিংসায় মারা গিয়েছেন ১৬ জন। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবারও সাংবাদিক বৈঠকে মমতা অভিযোগ করলেন, বিজেপি যেখানে জিতেছে, সেখানেই বেশি হিংসা হচ্ছে। রাজনৈতিক রং না দেখে নির্বাচনোত্তর হিংসায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ দিন তিনি বলেন,''ভোট পরবর্তী হিংসায় মৃতদের পরিবারগুলিকে সরকারের তরফে ২ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। কোনও ভেদাভেদ করা হবে না। সব ধর্ম, মত ও রাজনৈতিক দলের কর্মীদের দেওয়া হবে।''
Find out more: