সোমবার শপথ নিতে চলেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মন্ত্রিসভার সদস্যরা। মোট ৪৩জন মন্ত্রী থাকছেন মন্ত্রিসভায়, ১৭ জন তাদের মধ্যে নতুন মুখ। পার্থ ট্যাটার্জি, সুব্রত মুখার্জিদের মত অভিজ্ঞ-পুরনো মুখ তো থাকছেই, আছেন ভোটে না দাঁড়ানো অমিত মিত্রও। অরূপ বিশ্বাস থেকে শশী পাঁজাও আছেন পূর্ণমন্ত্রীদের তালিকায়। মন্ত্রী হিসেবে অভিষেক হচ্ছে মনোজ তিওয়ারিরও। তবে কামারহাটিতে ঝড় তুলে জেতা মমতার প্রথম মন্ত্রিসভায় থাকা মদন মিত্রর নাম নেই। এর মধ্যে পূর্ণমন্ত্রী ২৪ জন। বাকি ১৯ জন প্রতিমন্ত্রীর মধ্যে ১০ জন পাচ্ছেন স্বাধীন দফতর। 

পূর্ণমন্ত্রী
১) সুব্রত মুখার্জি, ২) পার্থ চ্যাটার্জি, ৩) অমিত মিত্র, ৪) সাধন পাণ্ডে, ৫) জ্যোতিপ্রিয় মল্লিক, ৬) বঙ্কিম তন্দ্র হাজরা, ৭) মানস ভুঁইয়া, ৮) সৌমিন মহাপাত্র, ৯) মলয় ঘটক, ১০) অরূপ বিশ্বাস, ১১) উজ্জ্বল বিশ্বাস, ১২) অরূপ রায়, ১৩) রথীন ঘোষ, ১৪) ফিরহাদ হাকিম, ১৫) চন্দ্রিমা সিনহা, ১৬) শোভনদেব চ্যাটার্জি, ১৭) ব্রাত্য বসু, ১৮) পুলক রায়, ১৯) ডক্টর শশী পাঁজা, ২০) মহম্মদ গুলাম রব্বানি, ২১) বিপ্লব মিত্র, ২২) জাভেদ আহমেদ খান, ২৩) স্বপন দেবনাথ, ২৪) সিদ্দিকুল্লার চৌধুরী


প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)  
২৫) বেচারাম মান্না, ২৬) সুব্রত সাহা, ২৭) হুমায়ন কবীর, ২৮) অখিল গিরি, ২৯) চন্দ্রিমা ভট্টাচার্য, ৩০) রত্না দে নাগ, ৩১) বুলু চিক বারিক, ৩৩) সুজিত বসু, ৩৪) ইন্দ্রনীল সেন


প্রতিমন্ত্রী
৩৫) দিলীপ মণ্ডল, ৩৬) আকহুরুজামান, ৩৭) শিউলি সাহা, ৩৮) শ্রীকান্তো মাহাতো, ৩৯) সাবানা ইয়াসমিন, ৪০) বীরবহ হাঁসদা, ৪১) জ্যোৎস্না মান্ডি, ৪২) পরেশ চন্দ্র অধিকারী, ৪৩) মনোজ তিওয়ারি

Find out more: