সোমবার শুভেন্দুকেই বিরোধী দলনেতা হিসাবে ঘোষণা করল বিজেপি। বিরোধী দলনেতা বাছতে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং দলের অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবকে দায়িত্ব দিয়েছিল বিজেপি। সোমবার পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়। সেখানে দলের ৭৭ জন বিধায়ককে হাজির থাকতে বলা হয় বলে খবর। সেই বৈঠকের পরে রবিশঙ্কর জানান, বিধানসভায় দলের নেতা এবং বিরোধী দলনেতা হিসেবে নব নির্বাচিত বিধায়কদের নাম প্রস্তাব করার কথা বলা হয়েছিল। দলের বিধায়ক তথা বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করেন। ওই নামে আরও ২২ জন বিধায়ক সমর্থন করেন। বাকি বিধায়করা কোনও নাম প্রস্তাব করেননি। তাই শুভেন্দুকেই দলের নেতা হিসেবে নির্বাচিত করা হল।

অন্যদিকে, চার বারের বিধায়ক। তবে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের রাজনীতিতে অধিকারী পরিবার ওজন হারাতেই মন্ত্রী হলেন রামনগরের বিধায়ক অখিল গিরি। এবার বিজেপি বিরোধিতার সঙ্গে অধিকারী পরিবারের বিরোধিতাও করেছেন জমিয়ে। এবার বিজেপি বিরোধিতার সঙ্গে অধিকারী পরিবারের বিরোধিতাও করেছেন জমিয়ে।  তবে জেলার রাজনীতির খবর যারা রাখেন তারা জানেন, বহুদিন থেকেই অধিকারী পরিবারের রাজনীতির বিরোধী অখিলবাবু। জেলা রাজনৈতিক মহলের একাংশ মনে করছে অধিকারী পরিবারের জবাব দিতেই মন্ত্রী করা হয়েছে গিরিকে। তবে জেলার রাজনীতির খবর যারা রাখেন তারা জানেন, বহুদিন থেকেই অধিকারী পরিবারের রাজনীতির বিরোধী অখিলবাবু। জেলা রাজনৈতিক মহলের একাংশ মনে করছে অধিকারী পরিবারের জবাব দিতেই মন্ত্রী করা হয়েছে গিরিকে।

Find out more: