ভারতে এল রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি (Sputnik V)। আগামী সপ্তাহ থেকেই বাজারে মিলবে রুশ ভ্যাকসিন। রাশিয়ার ভ্যাকসিন ব্যবহারে ছাড়পত্র দিয়েছে ডিসিডিআই (DCGI)। নীতি আয়োগের সদস্য ভিকে পাল জানিয়েছেন, আগামী সপ্তাহেই ভারতের বাজারে পাওয়া যাবে স্পুটনিক ভি। আগামী সপ্তাহ থেকে এটি ভারতে বিক্রি করা যাবে বলেও জানিয়েছেন তিনি। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে স্পুটনিক ভি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানিয়েছেন তিনি।

বিশ্বের প্রথম দেশ হিসাবে এবং কোনরকম তথ্য প্রকাশ না করেই ২০২০ সালে অগাস্টে স্থানীয়ভাবে ব্যবহারের জন্য টিকার লাইসেন্স দেয় রাশিয়া। এটি দুনিয়ার তৃতীয় কার্যকরী ভ্যাকসিন। কার্যকারিতার হার ৯১.৫%। মডার্না এবং ফাইজার-বায়োটেকের পরেই কার্যকারিতায় তৃতীয় নম্বরে এই ভ্যাকসিন আন্তর্জাতিক বাজারে স্পুটনিক ভি-র দাম $১০ প্রতি শট বা ভারতীয় মুদ্রায় ৬৫০- ৭৫০ টাকা । কোভিশিল্ড, কোভাক্সিনের মত এই ভ্যাকসিনটিও দুটি ডোজ নিতে হয়। দুটি ডোজের মধ্যে ব্যবধান ২১ দিনের মধ্যে রাখতে হয়। স্পুটনিক ভি শুকনো আবহাওয়ায় ২-৮ ডিগ্রি তাপমাত্রায় রাখতে হয়। এটি নিয়মিত ফ্রিজেও রাখা যায় এবং এর জন্য আলাদা করে কোল্ড চেইন পরিকাঠামোর প্রয়োজন নেই। রাশিয়ার পাশাপাশি বিশ্বের মোট ১৯টি দেশ স্পুটনিক ভ্যাকসিনের ব্যবহার করেছে। তাদের মধ্যে আছে আর্জেন্টিনা, ইরানের মত দেশগুলি। গোটা বিশ্বে ৭৬ কোটি ৫০ লক্ষ স্পুটনিকের অর্ডার দেওয়া হয়েছে। চলতি বছর ৩১ মার্চ অবধি রাশিয়ার ৩.৮ মিলিয়ন মানুষকে স্পুটনিক ভ্যাকসিন দেওয়া হয়েছে। এই ভ্যাকসিনের স্রষ্টা হল মস্কোর গামালিয়া ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি। এটি রেজিস্ট্রার হয় ২০২০ সালের অগাস্ট মাসে রাশিয়াতে গাম-কোভিড ভ্যাক হিসাবে।

Find out more: