করোনা মোকাবিলায় দু'সপ্তাহের জন্য কার্যত লকডাউন ঘোষণা রাজ্য সরকারের। যদিও সরকারের ভাষায় 'কড়া বিধিনিষেধ' বলা হচ্ছে। শনিবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্ত জানান। তিনি বলেন, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতর ছাড়া, সমস্ত সরকারি, বেসরকারি অফিস বন্ধ রাখা হচ্ছে। লোকাল ট্রেনের সঙ্গে এ বার বাস, মেট্রো এবং ফেরি পরিষেবাও সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। জরুরি প্রয়োজন ছাড়া ট্যাক্সি এবং অটোও চলাচল করবে না। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়া যাবে না বলেও নবান্ন সূত্রে খবর।
এবার এক নজরে দেখে নেওয়া যাক রবিবার সকাল ৬ টা থেকে ৩০ মে পর্যন্ত কী কী খোলা আর বন্ধ থাকবে -

১) স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে

২) জরুরি পরিষেবা ছাড়া সব অফিস (সরকারি, বেসরকারি) বন্ধ থাকবে

৩) পার্ক, চিড়িয়াখানা বন্ধ

৪) লোকাল ট্রেন, জলপথ পরিবহণ, মেট্রো রেল, বাস পরিষেবা, ট্রেন পরিষেবা বন্ধ থাকবে

৫) আন্তঃরাজ্য ট্রেন, বাস পরিষেবা বন্ধ

৬) একমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা পরিবহণ ব্যবহার করতে পারবেন

৭) সচল থাকবে সব জরুরি পরিষেবা

৮) সুইমিং পুল, জিম, পার্লার, শপিং মল বন্ধ থাকবে

৯) সব ধরনের (ধর্মীয়, বিনোদনমূলক, রাজনৈতিক, সাংস্কৃতিক) জমায়েত বন্ধ

১০) রাত ন’টা থেকে সকাল ৫টা পর্যন্ত বাড়ি থেকে বেরনোয় নিষেধাজ্ঞা

১১) খুচরো দোকান, মুদির দোকান সকাল ৭টা-১০টা খোলা

১২) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে মিষ্টির দোকান

১৩) ওষুধের দোকান ও চশমার দোকান সাধারণ নিয়মে খোলা থাকবে

১৪) চা বাগানে ৫০% কর্মী, পাটশিল্প ৩০% কর্মী নিয়ে কাজ

১৫) বিয়ে বাড়িতে দূরত্ব মেনে ৫০% আমন্ত্রিত আর সৎকারে ২০ জন জমায়েত

১৬) জরুরি পরিষেবার ট্যাক্সি, পরিবহণ চালু থাকবে

১৭) জরুরি পরিষেবা ছাড়া রাত ৯টার পর সব বন্ধ, বেরনো যাবে না বাড়ি থেকে

১৮) হোম ডেলিভারি চালু থাকবে

১৯) সকাল ১০টা-দুপুর ২টো পর্যন্ত খোলা ব্যাঙ্ক-এটিএম

২০) পেট্রোল পাম্প, অটো রিপেয়ারিংয়ের দোকান খোলা থাকবে

Find out more: