প্রয়াত বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়, জি ২৪ ঘণ্টার এডিটর। বয়স হয়েছিল ৫৬ বছর। করোনায় আক্রান্ত হওয়ায় বেশ কিছুদিন ধরেই বাইপাসের পাশে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মারণ ভাইরাসের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াইটা হেরে গেলেন এই দাপুটে সাংবাদিক। এদিন রাত ৯টা ২৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অঞ্জন বন্দ্যোপাধ্যায়। বর্ষীয়ান, জনপ্রিয় এই সাংবাদিকের মৃত্যুতে শোকের ছায়া বাংলা সংবাদমাধ্যমে। স্তম্ভিত সহকর্মীরা। অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণের ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেত্রী সাংসদ মিমি, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিরা।

প্রেসিডেন্সিতে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর। ফার্স্ট ক্লাস ফার্স্ট। জীবনে অনেক কিছুই করতে পারতেন। তবে পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নিয়েছিলেন অঞ্জন বন্দ্যোপাধ্যায়। কেরিয়ার শুরু হয় আনন্দবাজার পত্রিকায়। সেখানে দুই দশকের বেশি থাকার পর টেলিভিশনে পা রাখেন অঞ্জন বন্দ্যোপাধ্যায়। 'ই টিভি'তে শুরু হয় সেই যাত্রা। তার পর 'আকাশ বাংলা' হয়ে '২৪ ঘণ্টা'য়। তখন সবে আধ ঘণ্টার বুলেটিন ছেড়ে গুটি গুটি করে পা মেলতে শুরু করেছে ২৪ ঘণ্টার বাংলা সংবাদ চ্যানেল। ২৪ ঘণ্টা ছাড়ার পর অঞ্জন বন্দ্যোপাধ্যায় যোগ দেন আনন্দবাজার ডিজিটালে। সেখান থেকে গত ডিসেম্বরেই ফিরে আসেন জি ২৪ ঘণ্টায়। তাঁর নেতৃত্বেই চলতি বছর ১ জানুয়ারি থেকে নতুন রূপে হাজির হয় চ্যানেল।দীর্ঘ ৩৩ বছরের সাংবাদিকতা জীবনের ইতি ঘটল রবিবার। রাত ৯.২৫ মিনিটে প্রয়াত অঞ্জন বন্দ্যোপাধ্যায়

Find out more: