কোভিড আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। তাঁর স্ত্রী মীরাও করোনা পজিটিভ। তাঁকে ভর্তি করা হয়েছে বেসরকারি হাসপাতালে। মীরা ভট্টাচার্যের (Mira Bhattacharya) শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিলই। তাঁর অক্সিজেন স্যাচুরেশন নেমে গিয়েছে ৮৪-তে। সিপিএম সূত্রে খবর, বুদ্ধবাবুর শরীরে অক্সিজেনের মাত্রা এখনও উদ্বেগজনক নয়। তবে যেহেতু তিনি দীর্ঘদিনের সিওপিডি-র রোগী তাই তাঁকে বাড়িতে রেখে চিকিৎসা করাতে চাইছেন না সিপিএম নেতৃত্ব। তবে বুদ্ধবাবু হাসপাতালে যেতে রাজি নন বলেই জানিয়েছেন তাঁরা। পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

করোনা আবহে দীর্ঘদিন ধরেই বুদ্ধবাবু ও তাঁর স্ত্রী তেমন ভাবে বাড়ির বাইরে বেরোন না। এবার ভোট দিতেও যাননি তিনি। কয়েকদিন ধরে শারীরিক সমস্যা দেখা দেওয়ায় তাঁদের করোনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার সকালে সেই রিপোর্ট পজিটিভ আসে।প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। ২০১৯ সালে লোকসভা ভোটে শারীরিক অসুস্থতার কারণে ভোট দিতে যাননি। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনেও বাড়িতেই থেকেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে ভোট দিতে গিয়েছিলেন তাঁর স্ত্রী মীরা ও মেয়ে সুচেতনা  স্ত্রী মীরা ও মেয়ে সুচেতনা । চলতি বছর সংযুক্ত মোর্চার ব্রিগেড সমাবেশেও যাননি বুদ্ধদেব ভট্টাচার্য। তবে আগের দিন সভার সাফল্য কামনা করে কর্মী-সমর্থকদের উদ্দেশে পাঠিয়েছিলেন লিখিত বার্তা। চলতি বছর সংযুক্ত মোর্চার ব্রিগেড সমাবেশেও যাননি বুদ্ধদেব ভট্টাচার্য। তবে আগের দিন সভার সাফল্য কামনা করে কর্মী-সমর্থকদের উদ্দেশে পাঠিয়েছিলেন লিখিত বার্তা।

Find out more: