নারদ স্থানান্তর মামলায় এবার আরও তিনজনকে পার্টি করল সিবিআই। সূত্রের খবর, নতুন করে ওই পিটিশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আইনমন্ত্রী মলয় ঘটকের নাম যুক্ত করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। আদালত সূত্রে জানা গিয়েছে, ৪০৭ নম্বর ধারা অনুযায়ী এই মামলাটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আর্জি জানিয়েছে সিবিআই। সেই আর্জিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি করছে, পশ্চিমবঙ্গে মামলাটিকে প্রভাবিত করার চেষ্টা করা হতে পারে। সোমবার রাজ্যের ৪ হেভিওয়েট নেতাকে নিজাম প্যালেসে গ্রেফতার করার পর মুখ্যমন্ত্রী নিজে নিজাম প্যালেসে হাজির হয়েছিলেন। ওই মামলার শুনানির সময়ে ছিলেন মলয়। আবেদনে মমতা, আইনমন্ত্রী মলয়কে পক্ষ হিসেবে যুক্ত করা হয়েছে। একই সঙ্গে সিবিআই-এর পক্ষে ওই মামলায় যুক্ত করা হয়েছে তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামও। সিবিআই-এর দাবি, সোমবার ব্যাঙ্কশাল আদালতে গোলমাল করেছিলেন কল্যাণ। একই সঙ্গে সিবিআই-এর পক্ষে ওই মামলায় যুক্ত করা হয়েছে তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামও। সিবিআই-এর দাবি, সোমবার ব্যাঙ্কশাল আদালতে গোলমাল করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
সিবিআই সূত্রে খবর, তারা চায়, হাই কোর্টে যাতে এই মামলায় অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ বহাল থাকে ও মামলা বাংলা থেকে অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অন্য দিকে ধৃত ৪ নেতা-মন্ত্রীর জামিনের আবেদন করবেন অভিযুক্তদের তরফে আইনজীবীরা। হাই কোর্টে অভিযুক্তদের হয়ে সওয়াল করবেন অভিষেক মনু সিঙ্ঘভি, সিদ্ধার্থ লুথরা ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
Find out more: