পরিসংখ্যান বলছে, রাজধানীতে কোভিড পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। গত এক মাসেই দিল্লিতে করোনা সংক্রমণের হার যেখানে ২৫ শতাংশ ছিল, সেখানে শনিবার তা ৩.৫৮ শতাংশে এসে ঠেকেছে। বিগত তিন দিন ধরে দৈনিক সংক্রমণ ৪ হাজারের নীচে। এই পরিস্থিতিতে ফের ল়কডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেজরীবাল জানিয়েছেন, দিল্লিতে কোভিড লেখচিত্র নীচের দিকে। এই প্রবণতা যদি আগামী দিনেও বজায় থাকে, তবে সে ক্ষেত্রে দফায় দফায় ‘আনলক-পর্ব’ শুরু করার পথে হাঁটবে সরকার।

অন্যদিকে, দেশে পরপর তিনদিন কমল দৈনিক করোনা সংক্রমণ (Corona Infections)। রবিবার প্রকাশিত  স্বাস্থ্য মন্ত্রকের হেলথ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৪০ হাজার ৮৪২ জন। শনিবার সেই সংখ্যাটি ছিল ২ লক্ষ ৫৭ হাজার ২৯৯। ফলে সামান্য হলেও কমেছে সংক্রমণ। একই সঙ্গে নিম্নগামী মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৪১ জনের। শনিবার যে সংখ্যাটি ছিল ৪ হাজার ১৯৪ জন। ফলে অনেকদিন পর চার হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৩ লক্ষ ৫৫ হাজার ১০২ জন। দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৫ লক্ষ ৩০ হাজার ১৩২ জন। মোট করোনা মুক্ত হয়েছেন ২ কোটি ৩৪ লক্ষ ২৫ হাজার ৪৬৭ জন। করোনায় এখনও পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে ২ লক্ষ ৯৯ হাজার ২৬৬ জনের। এখনও পর্যন্ত দেশে টিকা নিয়েছেন মোট ১০ কোটি ৫০ লক্ষ ৪ হাজার ১৮৪ জন।

Find out more: