কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। দিন তিনেক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়ার আর্জি জানান তিনি। রবিবার থেকেই নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের তিনি আসতে বারণ করে দেন। তিনি ‘ওয়াই ক্যাটেগরি’র নিরাপত্তা পেতেন। তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিল সিআইএসএফ। লকেট বলেন, “সাধারণ কর্মীদের যেখানে নিরাপত্তা নেই , সেখানে আমার অস্বস্তি লাগছিল। বিশেষ করে আমার লোকসভা এলাকা-সহ অন্যত্র মহিলাদের উপরে যে নির্মম অত্যাচার চলছে তা দেখার পর একজন মেয়ে হিসেবে নিরাপত্তা নিয়ে ঘুরতে লজ্জা লাগছে। ধনেখালিতে আমাকে বিক্ষোভ দেখানো হয়। আমার তো সেই সময় নিরাপত্তা ছিল। কিন্তু আমি আমার কর্মীদের রেখে চলে এসেছি নিরাপত্তা ছাড়া। তা ভেবেই আমার গ্লানি হচ্ছিল, এটা আমাকে পীড়া দিচ্ছিল।”

স্রেফ অমিত শাহকে চিঠি দেওয়াই নয়, রবিবার থেকে তিনি নিরাপত্তা দায়িত্বে থাকা জওয়ানদের আসতেও বারণ করে দিয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে গতকালই কাঁথির সাংসদ শিশির অধিকারী ও তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। স্রেফ অমিত শাহকে চিঠি দেওয়াই নয়, রবিবার থেকে তিনি নিরাপত্তা দায়িত্বে থাকা জওয়ানদের আসতেও বারণ করে দিয়েছেন বলে জানা গিয়েছে আসতেও বারণ করে দিয়েছেন বলে জানা গিয়েছে । এদিকে গতকালই কাঁথির সাংসদ শিশির অধিকারী ও তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। 

Find out more: