রাজ্য জুড়ে করোনার দৈনিক সংক্রমণ ফের নিম্নমুখী হল। কোভিডে মৃত্যুর দৈনিক সংখ্যা কমলেও আশঙ্কা জাগাচ্ছে উত্তর ২৪ পরগনা জেলার পরিসংখ্যান। রবিবার স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ওই জেলায় ৪৯ জন মারা গিয়েছেন।একইসঙ্গে সুখবর, রাজ্যে চলে এল আরও ২ লক্ষ ৬৮ হাজার ৪১০ কোভিশিল্ড।  এদিন সন্ধেয় কলকাতা বিমানবন্দরে পৌঁছল করোনার টিকা। সোমবার থেকে এই ভ্য়াকসিন জেলায় জেলায় পাঠানো হবে বলে জানা গিয়েছে। দিন দিন বাড়ছে অতিমারির প্রকোপ। চারদিকে হাহাকার। মৃত্যু মিছিল লেগেই রয়েছে। বাড়ছে টিকা নিয়ে ভোগান্তি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পুনের সেরাম ইনস্টিটিউট (serum institute of india) থেকে ইতিমধ্যেই টিকা কেনার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য। বুধবার সকালে পুণে থেকে ২ লক্ষ ১২ হাজার ৪৬০ ডোজ কোভিশিল্ড চলেও এসেছে রাজ্যে। এবার দ্বিতীয় দফায় ফের ভ্যাকসিন এল বাংলায়।

রবিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ২৮৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ২ হাজার ৪৮২ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। কলকাতায় ১ হাজার ৮৩০ জন নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। এ ছাড়া, দক্ষিণ ২৪ পরগনা (৮৯০), হাওড়া (৮৩৫), নদিয়া (৬৯৮), হুগলি (৬০৪) এবং পূর্ব মেদিনীপুর (৫৪৮) জেলায় ৫০০ বা তার বেশি নতুন করে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৩ লক্ষ ৬৬ হাজার ২৪০ জন কোভিডে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

Find out more: