তবে, গত কয়েকদিন ধরেই বাংলায় দৈনিক সংক্রমণের হার কমেছে। বিধি-নিষেধের জেরেই এই সুফল বলে মনে করা হচ্ছে। এরপরই বিভিন্নস্তর থেকে সরকারের কাছে আসা আবেদনের ভিত্তিতে বিধি-নিষেধে এই আংশিক ছাড়ের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সেগুলি কী কী দেখে নেওয়া যাক -
নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,''আমাদের কাছে কিছু অনুরোধ এসেছে। যেমন বইয়ের দোকান, খুচরো দোকান ইত্যাদি। এরকম আরও দোকান আছে। শাড়ি ও গয়নার দোকান ১২টা থেকে ৩টে পর্যন্ত খোলা রাখছিলাম। তার সঙ্গে যুক্ত হবে খুচরো দোকান।'' এছাড়া তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ১০ শতাংশ লোক নিয়ে কাজ করার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি নির্মাণ সংস্থা কর্মীদের টিকা দিয়ে মাস্ক ও সামাজিক দূরত্বের বিধি মেনে কাজ করাতে পারে বলে জানিয়েছেন তিনি।
পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, 'রাজ্যে করোনার সংক্রমণ অনেকটা কমেছে'। রাজ্যে ১ কোটি ৪১ লাখ টিকা এখনও পর্যন্ত দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। মে মাসে ১৮ লাখ ভ্যাকসিন রাজ্য কিনেছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।