শুক্রবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ হাজার ৯১৩ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে। যা গত ১৭ এপ্রিলের পর সবচেয়ে কম। ওই দিন স্বাস্থ্য দফতর জানিয়েছিল, তার আগের ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ছিল ৭ হাজার ৭১৩। উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৮৬। সেই সঙ্গে, ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছে আরও ৮৯৯ জন। পাশাপাশি, হাওড়া (৬৩২), দক্ষিণ ২৪ পরগনা (৫২৪) এবং জলপাইগুড়ি (৫১০) জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০০-র গণ্ডি পার করেছে। সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ১৪ লক্ষ ১১ হাজার ৪৪৮ জন।
অন্যদিকে, বাংলায় কোভিড টিকাকরণের শংসাপত্রে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি। ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকা দেওয়ার পর এই শংসাপত্র দেবে রাজ্য সরকার। প্রথমে ৬০ বছর, পরে ৪৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের শুরু হয় টিকাকরণ (Covid Vaccination)। বিনামূল্যে টিকা পাচ্ছেন উল্লিখিত শ্রেণির মানুষরা। তবে ১ মে থেকে শুরু হয়েছে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকাকরণ। সেই টিকাকরণের খরচ বহন করতে হচ্ছে রাজ্যগুলিকে। ইতিমধ্যেই টিকা কিনেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই টিকাকরণের খরচ বহন করতে হচ্ছে রাজ্যগুলিকে। ইতিমধ্যেই টিকা কিনেছে পশ্চিমবঙ্গ সরকার। ওই শ্রেণির ব্যক্তিরা অর্থাৎ ১৮ থেকে ৪৪ বছরের টিকাগ্রহীতারা পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত শংসাপত্র। তাতে লেখা,'সজাগ থাকুন, নিরাপদে থাকুন।'
Find out more: