* দলের রাজ্যসম্পাদক হলেন কুণাল ঘোষ
* সর্বভারতীয় মহিলা তৃণমূলের সভানেত্রী করা হল কাকলি ঘোষ দস্তিদারকে
* ৯টি জেলায় দলীয় সভাপতি পদে বড় রদবদল করা হল
* ঋতব্রত বন্দোপাধ্যায় শ্রমিক সংগঠনের সভাপতি
* পূর্ণেন্দু বসুকে খেত-মজুর সংগঠনের সভাপতি করা হয়েছে
* তৃণমূলের সাংস্কৃতিক সভাপতি হলেন রাজ চক্রবর্তী
* সায়নী ঘোষ নতুন যুব সভানেত্রী
* মদন মিত্র ওয়াকিং কমিটির সদস্য না হলেও তাঁকে বৈঠকে ডাকা হয়েছিল। ফেসবুক লাইভ নিয়ে মদনকে তীব্র ভর্ৎসনা করেন দলনেত্রী
* কোনও মন্ত্রী গাড়িতে লালবাতির ব্যবহার করতে পারবেন না, নির্দেশ মমতার।
* নেত্রীর কড়া নির্দেশ, দুর্নীতিতে যেন কারও নাম না জড়ায়। কয়লা, বালি পাচার নিয়ে দলের কোনও নেতার বিরুদ্ধে যেন অভিযোগ না ওঠে।
* দুয়ারে ত্রাণ নিয়ে কোনও অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে
* স্বচ্ছতা বজায় রেখে সরকারি প্রকল্প বাস্তবায়িত করতে হবে, কোনও অভিযোগ যেন না ওঠে
* সোশ্যাল মিডিয়ায় যখন তখন যা খুশি বলা যাবে না
* দলে এক নেতা এক পদ কার্যকর করতে হবে বলে, বৈঠকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সভাপতি মন্ত্রী থাকবেন না। একমাসের মধ্যে জেলা ও ব্লকস্তরে সংগঠনে রদবদল