দু’মাস পর রবিবারই দৈনিক সংক্রমণ ৪ হাজারের নীচে নেমেছিল। সোমবারও দৈনিক সংক্রমণ কমার প্রবণতা লক্ষ করা গেল। মৃত্যুর সংখ্যাও কমেছে কিছুটা। তবে সংক্রমণের হার বেড়েছে গত ২৪ ঘণ্টায়। কমেছে দৈনিক সুস্থতার সংখ্যাও। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত সোমবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫১৯ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লক্ষ ৬৪ হাজার ৭৭৬। দৈনিক সংক্রমণে রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। তার পরেই কলকাতা। এই দুই জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৫৮৪ এবং ৩৭৩ জন। দৈনিক সংক্রমণের নিরিখে তার পরেই রয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৭ জনের। অন্য দিকে, গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় মারা গিয়েছেন ১১ জন।

অন্যদিকে, সেরে উঠছে রাজধানী! তাই আরও শিথিল হল দিল্লির লকডাউন। আজ (রবিবার) একাধিক ছাড়ের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দৈনিক সংক্রমণ কমতেই এবার দিল্লিতে শুরু হল আনলক প্রক্রিয়া। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করলেন, সোমবার থেকে দিল্লির সমস্ত বাজার, শপিং মল খোলা থাকবে। তবে রেস্তোরাঁর ভিতরে ৫০ শতাংশ গ্রাহকের অনুমতি দেওয়া হবে। গত ১৯ এপ্রিল দিল্লিতে কড়া লকডাউনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর সংক্রমণ ক্রমশ বাড়তে থাকে, তখন লকডাউন আরও বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দেশ জুড়ে বাড়তে থাকা করোনা সংক্রমণে একাধিক রাজ্যে পূর্ণাঙ্গ লকডাউন জারি করা হয়েছিল। সেই সব রাজ্যেও বাড়ানো হয় মেয়াদ।

Find out more: