৩০ জুন পর্যন্ত রাজ্য জুড়ে কঠোর বিধিনিষেধ আরোপিত। এরই মধ্যে নতুন করে মাইক্রো-কনটেনমেন্ট জোন চিহ্নিত করে সেখানে কড়া বিধিনিষেধ চালুর সিদ্ধান্ত প্রশাসনের। করোনা নিয়ন্ত্রণে (Covid) এই মুহূর্তে রাজ্যে ২৫১ টি মাইক্রো-কনটেন্টমেন্ট জোন (Micro-Containment Zone)। সব থেকে বেশি হাওড়া জেলায়। তার পরেই দুই ২৪ পরগনায়। এবার এই মাইক্রো-কনটেনমেন্ট জোন ঘোষণার প্রধান উদ্দেশ্য থাকবে সংশ্লিষ্ট অঞ্চলে আরও কড়া ভাবে বিধিনিষেধ পালন। এ ছাড়াও সব চেয়ে তাত্‍পর্যপূর্ণ হতে চলেছে ওই সব অঞ্চলে ব্যাপক টিকাকরণ ও Rapid Antigen Test করার সিদ্ধান্তও। যা প্রকারান্তরে সংক্রমণ কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অন্যদিকে, প্রায় ৩ মাস পর দেশে দৈনিক করোনা সংক্রমণ ৬০ হাজারের নীচে নামল। টিকাকরণে জোর দেওয়ার ফলেই সংক্রমণ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে করোনার বিরুদ্ধে সার্বিক প্রতিরোধ গড়ে তুলতে যে হরে টিকাকরণ হওয়া প্রয়োজন, তা থেকে ভারত এখনও ঢের দূরে বলে মনে করছেন তাঁরা। তবে সংক্রমণ কমলেও মৃত্যু থাকল দেড় হাজারের উপরেই। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে পরিসংখ্যান প্রকাশ করেছে, সেই অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫৮ হাজার ৪১৯ জন। শেষ বার গত ৩১ মার্চ দেশে দৈনিক সংক্রমণ ৬০ হাজারের নীচে ছিল (৫৩,৪৮০)। তার পর ৮০ দিন পর দৈনিক সংক্রমণ এতটা নামল। এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৯৮ লক্ষ ৮১ হাজার ৯৬৫। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৭ লক্ষ ২৯ হাজার ২৪৩।

Find out more: