রাজ্যে করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংক্রমণ হার অনেকটা কমে গিয়েছে। আগামী ১০ দিনে তা ১ থেকে ২ শতাংশের মধ্যে চলে আসবে। এই পরিস্থিতিতে রাজ্যে যতটা তাড়াতাড়ি সম্ভব উপনির্বাচন সেরে ফেলা উচিত বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘এখন তো পরিস্থিতি অনেকটাই ভাল। কমিশন চাইলে এখন ভোট করে নিতে পারে। আমি জানি, প্রধানমন্ত্রী বললেই কমিশন উপনির্বাচনের ঘোষণা করবে। আমি তাই প্রধামন্ত্রীকে উদ্যোগী হওয়ার অনুরোধ করব।’’ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি জানতে পেরেছে, প্রধানমন্ত্রী নির্দেশ দিলে উপনির্বাচন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। এমনটা হলে আমি প্রধানমন্ত্রীকে উপনির্বাচনের অনুমতি দেওয়ার অনুরোধ করব।
নিয়ম অনুযায়ী সরকার গঠনের ছ’মাসের মধ্যে কোনও আসন থেকে মমতাকে জিতে আসতে হবে। ইতিমধ্যেই মমতার আগের আসন ভবানীপুরের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বিধানসভা থেকে ইস্তফা দিয়েছেন। শোভনদেব নিজেও কৃষিমন্ত্রী। ফলে তাঁকেও কোনও আসন থেকে জিতে আসতে হবে। তৃণমূল সূত্রে যা জানা গিয়েছেন খড়দহ আসনে প্রার্থী হতে পারেন তিনি। ভোটের আগে প্রার্থীদের মৃত্যু হওয়ায় মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামসেরগঞ্জে নির্বাচন হয়নি। আরও ৫টি কেন্দ্র দিনহাটা, ভবানীপুর, খড়দহ, শান্তিপুর ও গোসাবায় নির্বাচন করতে হবে। তৃণমূল সূত্রে যা জানা গিয়েছেন খড়দহ আসনে প্রার্থী হতে পারেন তিনি। ভোটের আগে প্রার্থীদের মৃত্যু হওয়ায় মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামসেরগঞ্জে নির্বাচন হয়নি। আরও ৫টি কেন্দ্র দিনহাটা, ভবানীপুর, খড়দহ, শান্তিপুর ও গোসাবায় নির্বাচন করতে হবে।
Find out more: