দু’হাজারের নীচেই রয়েছে সংখ্যাটা। বুধবার সন্ধ্যায় প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯২৫ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪ লক্ষ ৮৭ হাজার ৩৬৩ জন। দৈনিক সংক্রমণ কমলেও, সক্রিয় রোগীর সংখ্যা কিন্তু ২২ হাজারের নীচে নামছে নামছে না। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, সক্রিয় রোগীর সংখ্যা ২২ হাজার ৩৭৮। তবে সংক্রমণের হার বা পজিটিভিটি রেট ৪-এর নীচে নেমে গিয়েছিল মঙ্গলবারই। ওই দিন সংক্রমণের হার ছিল ৩.৬৭। বুধবার তা আরও নেমে দাঁড়িয়েছে ৩.৩৩ শতাংশে।

বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেন, ১২ বছর পর্যন্ত শিশুর মায়েদের টিকাকরণে (COVID Vaccination) অগ্রাধিকার দেওয়া হবে। মমতা এ দিন বলেন, 'কিছু কিছু দেশ বা বিশেষজ্ঞরা বলছেন তৃতীয় ঢেউয়ে বাচ্চারা সংক্রামিত হতে পারে। ছোট্ট বাচ্চা থেকে ১২ বছর পর্যন্ত শিশু, যারা মায়ের আঁচলে থাকে, তারা অনেকটাই মায়ের উপরে নির্ভরশীল। ওই মায়েদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা (COVID Vaccination) করিয়ে দেব। যাতে মায়ের কাছে থেকে বাচ্চাটা সংক্রামিত না হতে পারে।' তৃতীয় ঢেউয়ের আগে স্বাস্থ্য পরিকাঠামোয় কোনও খামতি রাখতে চায় না রাজ্য সরকার। কোভিড পরিস্থিতি এবং টিকাকরণ নিয়ে এ দিন পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। যাতে মায়ের কাছে থেকে বাচ্চাটা সংক্রামিত না হতে পারে।' তৃতীয় ঢেউয়ের আগে স্বাস্থ্য পরিকাঠামোয় কোনও খামতি রাখতে চায় না রাজ্য সরকার। কোভিড পরিস্থিতি এবং টিকাকরণ নিয়ে এ দিন পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

Find out more: