এবার কী কী বিধিনিষেধ থাকল দেখে নিন এক নজরে -
* ৫০ শতাংশ যাত্রী নিয়ে সরকারি ও বেসরকারি বাস চালানো যাবে। অটো ও টোটোও চালানো যাবে।
* সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত খোলা থাকবে সব্জি, মাছের দোকান।
* অন্য দোকান খোলা রাখা যাবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।
* সকাল ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত, ৭ ঘণ্টা সেলুন, পার্লার খোলা রাখা যাবে। তবে সেখানেও ৫০ শতাংশ গ্রাহক প্রবেশে অনুমতি।
* শরীরচর্চাকেন্দ্রগুলিকেও ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা রাখার অনুমতি।
* ৫০ শতাংশ কর্মী নিয়ে বেসরকারি সংস্থাগুলিকে অফিস চালানোর অনুমতি দিয়েছে রাজ্য।
* সরকারি দফতর খোলা রাখা যাবে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। তবে সে ক্ষেত্রে কর্মীদের যাতায়াতের ব্যবস্থা সংস্থাকেই করতে হবে। পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ করা হবে।
* রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি কারণ ছাড়া বাইরে বেরোনো নিষিদ্ধ।
* বিয়ের মরসুমের কথা মাথায় রেখে অনুষ্ঠানবাড়িতে ৫০ জন পর্যন্ত অতিথি সমাগমে অনুমতি দিয়েছে রাজ্য।
* সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে ২০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ।
* সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে।