স্বাস্থ্য দফতরের রিপোর্ট, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমণের কবলে পড়েছেন ১.৫৯৫ জন। উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও দার্জিলিং। এই তিন জেলায় সংক্রমণের হারে বিশেষ ফারাক নেই। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ১৭৬, পশ্চিম মেদিনীপুরে ১৬৭ ও দার্জিলিংয়ে ১৫৯ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। কলকাতার পরিস্থিতি আপাতত কিছুটা স্বস্তিদায়ক। শহর শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৩১। আর সোমবার মৃতের সংখ্যা যেখানে ছিল ৩২, গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা সামান্য বেড়ে হল ৩৫।
অন্যদিকে, বাংলায় বিধিনিষেধের (Westbengal Covid 19 Restrictions) মেয়াদ বাড়ছে। আগামী ১৫ জুলাই পর্যন্ত রাজ্যে বিধিনিষেধ জারি থাকবে। তবে এবার রাজ্যে চালু করা হচ্ছে বাস পরিষেবা। নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার কী কী বিধিনিষেধ থাকল দেখে নিন এক নজরে - * ৫০ শতাংশ যাত্রী নিয়ে সরকারি ও বেসরকারি বাস চালানো যাবে। অটো ও টোটোও চালানো যাবে। * সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত খোলা থাকবে সব্জি, মাছের দোকান। * অন্য দোকান খোলা রাখা যাবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। * সকাল ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত, ৭ ঘণ্টা সেলুন, পার্লার খোলা রাখা যাবে। তবে সেখানেও ৫০ শতাংশ গ্রাহক প্রবেশে অনুমতি। * শরীরচর্চাকেন্দ্রগুলিকেও ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা রাখার অনুমতি। * বেসরকারি সংস্থাগুলি ৫০ শতাংশ কর্মী নিয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অফিস খুলতে পারবে। কর্মীদের যাতায়াতের ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে। এটা সরকার করবে না। * রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি কারণ ছাড়া বাইরে বেরোনো নিষিদ্ধ। * বিয়ের মরসুমের কথা মাথায় রেখে অনুষ্ঠানবাড়িতে ৫০ জন পর্যন্ত অতিথি সমাগমে অনুমতি দিয়েছে রাজ্য। * সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে ২০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ। * সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে।
Find out more: