ফের বাড়ল রান্নার গ্যাসের দাম (LPG Price)। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম (Cooking Gas Price) বাড়ল সিলিন্ডার পিছু ২৫ টাকা। যার ফলে কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হল ৮৬১ টাকা। একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দামও। ৭৬ টাকা বেড়ে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের (Commercial Gas) দাম দাঁড়াল ১৬২৯ টাকা। কমার্শিয়াল বা ব্যবসার ক্ষেত্রে গ্যাস সিলিন্ডারের দাম ৮৪ টাকা বাড়াল তেল সংস্থাগুলি। নতুন দাম নিয়ে গত ৬ মাসে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম বাড়ল প্রায় ১৪০ টাকা। দেশের মানুষকে নতুন দামেই কিনতে হবে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার। তবে কেন্দ্র বছরে ১২টি সিলিন্ডারের জন্য ভর্তুকি দেয়। সেই ভর্তুকির টাকা পাঠানো হয় গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

প্রসঙ্গত, প্রতি মাসের ১ তারিখে রান্নার গ্যাসের দাম সংশোধন করে। এপ্রিলে ১০ টাকা কমানো হয়েছিল গ্যাসের দাম। পয়লা মে কোনো দাম বাড়ানো হয়নি। ফেব্রুয়ারি ও মার্চে দাম বাড়ানো হয়েছিল। আর এবার জুলাইয়ের শুরুতেই ২৫ টাকা বাড়ানো হল দাম। এদিকে, বাকি মেট্রো শহরগুলির তুলনায় গ্যাসের দামে শীর্ষেই রইল কলকাতা।১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মুম্বই এবং দিল্লিতে হল ৮৩৪ টাকা ৫০ পয়সা। চেন্নাইয়ে তা ৮৫০ টাকা ৫০ পয়সা। কলকাতায় তা ৮৬১ টাকা। দেশে পেট্রোপণ্যের দাম ধারাবাহিক ভাবে বেড়ে চলেছে। গত কয়েক সপ্তাহে পেট্রল-ডিজেলের দাম মাত্রা ছাড়া হয়েছে। কিছু শহরে ১০০ টাকা ছাড়িয়েছে এবং অধিকাংশ শহরেই পেট্রলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছুঁইছুঁই। সেই পরিস্থিতিতেই মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে দাম বাড়ল এলপিজি-র।

Find out more: