উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলা নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে ভর্ৎসনা করল হাই কোর্ট। শুক্রবার এই মামলার শুনানি হয় হাই কোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কমিশনের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, এই কমিশন কোন আধিকারিকরা চালাচ্ছেন? অবিলম্বে কমিশনকে খারিজ করা উচিত। একই সঙ্গে কমিশনকে অপদার্থ বলেও উল্লেখ করেছেন বিচারপতি।
অন্যদিকে, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে পুলিসের জালে আরও এক। এবার গ্রেফতার হলেন দেবাঞ্জন দেবের নিরপাত্তারক্ষী অরবিন্দ বৈদ্য। বৃহস্পতিবার রাতেই সোনারপুর থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিস। পুলিসের অভিযোগ, দেবাঞ্জনের ছায়াসঙ্গী ছিলেন ধৃত অরবিন্দ বৈদ্য। প্রতারকের সমস্ত কুকীর্তি জানতেন তিনি। বিভিন্ন অনৈতিক কাজে প্রতারককে সাহায্যও করেছেন। এমনকি, সোনারপুরে যে ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প হয়েছিল, সেটি আয়োজনেও অরবিন্দ বৈদ্যের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। ফলে তদন্তের স্বার্থে অরবিন্দ বৈদ্যকে গ্রেফতার করেছেন তাঁরা। ধৃতকে জেরা করে প্রতারক দেবাঞ্জন সম্পর্কে আরও তথ্য মিলবে বলে আশাবাদী তদন্তকারীরা। বৃহস্পতিবারই তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে দেবাঞ্জনের নিরাপত্তারক্ষী ধৃত অরবিন্দ বৈদ্যের সঙ্গে রাজ্যপালের ঘনিষ্ঠতার অভিযোগ করেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy)। জোড়া ছবি দেখান তিনি। একটিতে দেবাঞ্জনের দেবের (Debanjan Deb) পাশে তাঁর নিরাপত্তা রক্ষী। অন্যটিতে ওই নিরাপত্তা রক্ষীকে দেখা যাচ্ছে সস্ত্রীক রাজ্যপালের পিছনে। সংবাদ মাধ্যমকে একটি ছবি দেখিয়ে সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) বলেন,'ভুয়ো টিকাকাণ্ডের প্রতারক দেবাঞ্জনের ঠিক পিছনে দাঁড়িয়ে রয়েছে তার নিরাপত্তা রক্ষী। তাঁর নাম অরবিন্দ বৈদ্য। সে-ও ভুয়ো কিনা বলতে পারব না।' তার পর আর একটি ছবি দেখান তৃণমূলের রাজ্যসভার সাংসদ। বলেন,'এটা চিনতে পারেন কিনা দেখুন তো! ওই নিরাপত্তারক্ষী কাদের পিছনে দাঁড়িয়ে আছে? মাননীয় রাজ্যপাল ও তাঁর আত্মীয়দের সঙ্গে হাসি মুখে দাঁড়িয়ে আছেন দেবাঞ্জনের নিরাপত্তা রক্ষী।'
Find out more: