আরও তিন মাস। ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ ফের বাড়াল সরকার। এর আগে ২০১৬ সালের নভেম্বরেও ৬ মাসের জন্য বেতন কমিশনের মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছিল। সবমিলিয়ে এখনও পর্যন্ত মেয়াদ বাড়ল ৬ বার। শুক্রবার নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের অর্থ দফতর থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান-সহ প্রত্যেক সদস্যের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। এবং তা কার্যকর হয়েছে গত ১ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার থেকে। রাজ্যে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কিন্তু ইতিমধ্যেই লাগু হয়ে গিয়েছে। তিন বছর আগে, ২০১৯-র সেপ্টেম্বরে নেতাজি ইন্ডোরে সাংগঠিক সভা করেছিলেন সরকারি কর্মীরা। সেই সভায় ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে বর্ধিত বেতন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে নতুন বেতন কাঠামো নিয়ে রোপা রুল ২০১৯-ও (রিভিশন অব পে অ্যান্ড অ্যালাওয়েন্সেস) জারি করে নবান্ন। যদিও সেই সুপারিশ কার্যকর করতে গিয়ে পেরিয়ে যায় বেশ কয়েক বছর। তবে, চার বছরের বকেয়া বেতন বা এরিয়া পাননি সরকারি কর্মীরা। নবান্ন থেকে নির্দেশিকা জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে কর্মচারীরা কোনও এরিয়ার বা বকেয়া টাকা পাবেন না।
খবর, কমিশনের মেয়াদ বাড়ানো হলেও বেতন কাঠামোতে পরিবর্তন আনা হবে না। বরং সরকারি কর্মচারীদের অবসরকালীন সুযোগ-সুবিধা, ছুটির বিষয় এবং বর্তমানে কোন দফতরে কত কর্মী রয়েছেন আর কত কর্মীর প্রয়োজন— এই বিষয়গুলি খতিয়ে দেখার জন্য কমিশনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। গত ২০১৫ সালের ২৭ নভেম্বর গঠন করা হয়েছিল ষষ্ঠ বেতন কমিশন। এই কমিশনের চেয়ারম্যান পদে রয়েছেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার।
Find out more: