কোভিড বিধি-নিষেধের জন্য জনসাধারণের জন্য এখনও বন্ধ। তবে নিজেদের কর্মী-সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের জন্য কিছু বিশেষ মেট্রো চলছে। এ বার সেই সংখ্যা বাড়ানো হল। সোমবার থেকে ৪৫ জোড়া বিশেষ মেট্রো চালানো হবে বলে শনিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। বর্তমানে দিনে আপ-ডাউন মিলিয়ে ৩১ জোড়া মেট্রো চলাচল করছে। মেট্রোর সময়সূচিতে সামান্যই বদল আনা হয়েছে। সকালে সাড়ে ৮টায় এবং রাতে সাড়ে ১১টায় দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে যেমন মেট্রো ছাড়়ে, তেমনই ছাড়বে। দ্বিতীয় দফায় অর্থাৎ সন্ধ্যার মেট্রো চলাচল শুরু হবে বিকেল ৩টে ৪৫ মিনিট থেকে। ওই সময়ে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে মেট্রো ছাড়বে। শেষ মেট্রো সন্ধ্যে সাড়ে ৬টার পরিবর্তে ৭টায়। এত দিন ব্যস্ত সময়ে ১১-১২ মিনিট অন্তর মেট্রো চলেছে। সোমবার থেকে তা ৮ মিনিট অন্তর চলবে। আগের নিয়মেই রবিবার বন্ধ থাকবে পরিষেবা।
তবে মেট্রো পরিষেবা (Metro Service) শুরুর সময়ের ক্ষেত্রে কোনও বদল আসেনি। দমদম ও কবি সুভাষ থেকে সকাল সাড়ে ৮ টাতেই প্রথম মেট্রো ছাড়বে। চলবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের পরিষেবা শুরু হবে বিকেল ৩টে ৪৫ মিনিট থেকে। চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। দু'বেলাই অফিস টাইমে মেট্রো চলবে ৪ মিনিটের ব্যবধানে। এমনই জানাচ্ছে মেট্রো সূত্র। যদিও রবিবার কোনও পরিষেবা মিলবে না। রাজ্য জুড়ে সার্বিক বিধিনিষেধের মেয়াদ ১৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে পরিবহণের ক্ষেত্রে রাশ আলগা করা হয়েছে। এবং তারই অংশ হল এই মেট্রো পরিষেবার বদল। তবে তা নির্দিষ্ট কয়েকটি পেশার সঙ্গে যুক্তদের জন্যই। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাই এখন মেট্রো ব্যবহার করতে পারছেন।
Find out more: