পেট্রোল-ডিজেলের দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। টুইট করে জ্বালানির দাম বাড়ার প্রতিবাদ করেছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিপিএমের সুজন চক্রবর্তীরা। এবার তেলের দামবৃদ্ধি নিয়েই কেন্দ্রের বিরুদ্ধে পথে নামছে তৃণমূল কংগ্রেস। শনিবার অবস্থান বিক্ষোভ করবে রাজ্যের শাসক দল। জেলায় জেলায় ইতিমধ্যেই প্রতিবাদ শুরু হয়ে গিয়েছে। কলকাতাতেও বিক্ষোভ। পিছিয়ে নেই কংগ্রেসও। রাজভবন অভিযান করবে তারা।
রাজ্য শাসকদলের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের পরিকল্পনাহীন ও শোষন নিতীর ফল পেট্রোপণ্যের উপর পড়ছে। অর্থনৈতিক দেউলিয়াপনায় পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি হচ্ছে দিন দিন। এর প্রতিবাদে পাঁশকুড়া টাউন যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অভিনব ভাবে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সেক সমিরুদ্দীনের নেতৃত্বে বুধবার সাতজুলাই বিকেলে গরুর গাড়ি নিয়ে সাথে টোটোতে গাড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া হয়, এবং গরুর গাড়ির ওপর চেপে কেন্দ্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পাঁশকুড়া পেট্রোল পাম্পে বিক্ষোভ দেখায়। যুব তৃণমূল কংগ্রেস নেতা সেক সমিরুদ্দীন বলে, '২০১৪ সালে বিজেপিমানুষকে আচ্ছে দিনের গল্প শুনিয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু তখন পেট্রোলের দাম ছিল ৬০ থেকে ৬৫ টাকা। ডিজেলের দাম ছিল ৪০ থেকে ৫০ টাকা। যেখানে রান্নার গ্যাসের দাম ছিল ৪৫০ থেকে ৪৭০ টাকা ছিল। সেখানে এখন পেট্রোলের দাম ১০০ টাকা পার হয়েছে, ডিজেলেও ১০০ টাকার দোরগোড়ায় ও রান্নার গ্যাসের দাম বেড়ে ৮৫০ টাকা হয়েছে। এটাই কি অচ্ছে দিন! যে দেশের সাধারণ মানুষ বিজেপিকে ক্ষমতায় এনেছে আজ তাদেরই তিনি ঠকিয়েছেন। সাধারণ মানুষকে আজ গরুর গাড়ি চড়ার অবস্থায় পৌঁছে দিয়েছেআমাদের দেশের বিজেপি সরকার।
Find out more: