ফের খেলার মাঠেই ফিরলেন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার ও বঙ্গজ অধিনায়ক লক্ষ্মীরতন। বাংলা অনূর্ধ্ব-২৩ দলের কোচ হলেন তিনি। শনিবার বিবৃতি দিয়ে জানিয়ে দিল ক্রিকেট অ্য়াসোসিয়েশন অফ বেঙ্গল। বাংলা ক্রিকেটে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী। দেশের হয়ে তিনটি ওয়ান-ডে ম্যাচ খেলা লক্ষ্মী কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ডেয়ারডেভিলস (অধুনা দিল্লি ক্যাপিটিলস) ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলও খেলেছেন। তিনি বাংলা ক্রিকেট তথা ঘরোয়া ক্রিকেটের নিঃসন্দেহে পরিচিত নাম। চলতি বছর বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীরতন রাজনীতি থেকে নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন লক্ষ্মীরতন। মন্ত্রীত্ব পদ থেকে ইস্তফা দিয়েই লক্ষ্মীরতন জানিয়ে দেন যে, তিনি ফের বাইশ গজে ফিরতে চলেছেন। আর থাকতে চান না রাজনীতিতে। তৃণমূল বিধায়ক হিসেবে নিজের মেয়াদ শেষ করেই পুরোপুরি রাজনীতি থেকে সরে আসেন লক্ষ্মীরতন। ফের একবার নিজের পছন্দের জায়গায় ফিরলেন তিনি।

অন্যদিকে, হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট খেলছে বাংলাদেশ। ঢাকা প্রিমিয়ার লিগে তামিম ইকবাল এবং মুস্তাফিজুর রহমান চোট পাওয়ায় শেষ মুহূর্তে দলে ডাকা হয়েছিল মাহমুদুল্লাকে। ১৮ মাস পরে টেস্ট দলে ফিরেছিলেন তিনি। এটা তাঁর ৫০তম টেস্ট। সেটাকে স্মরণীয় করে রেখেছিলেন প্রথম ইনিংসে অপরাজিত ১৫০ রান করে। শুক্রবার তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পরেই আচমকা অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন।শুক্রবার তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পরেই আচমকা অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন। সেটা জানিয়েও দেন বিসিবি-কে।

Find out more: