আজ, ১২ জুলাই জগন্নাথ রথ যাত্রা। এর পর ২০ জুলাই উল্টো রথ। তবে করোনা বিধিনিষেধের কারণে এ বছরও ভক্তরা এতে অংশগ্রহণ করতে পারবেন না। হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে রথ যাত্রা আয়োজিত হয়। গত বছরের মতো এবারও ভক্তশূন্য থাকছে পুরীর রথযাত্রা। প্রশাসনের তরফে জারি করা হয়েছে বেশ কিছু করোনা বিধিনিষেধ। এবার পুরীর রথযাত্রায় অংশ নিচ্ছেন সীমিত সংখ্যক সেবায়েত ও কর্মী। রথযাত্রায় অংশ নেওয়ার জন্য প্রত্যেকের আরটি-পিসিআর (RTPCR) পরীক্ষার নেগেটিভ রিপোর্ট ও টিকাকরণের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। পুরী জগন্নাথ মন্দিরের প্রশাসক অজয় জেনা বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে এবং ওড়িশা সরকারের জারি করা নিষেধাজ্ঞা অনুযায়ী, গত বছরের মতো এবছরও ভক্তহীন থাকছে পুরীর রথযাত্রা। এবছর কোনও ভক্ত রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন না।

গত বছর রথযাত্রায় ভক্তদের অংশগ্রহণ নিষিদ্ধ থাকলেও যে গ্র্যান্ড রোড ধরে পুরীর রথ যায়, তার দু' ধারের হোটেল, লজগুলির ছাদ থেকে বহু পর্যটক এবং সাধারণ মানুষ রথযাত্রা দেখেছিলেন৷ নিয়মের ফাঁক গলে রথযাত্রার সময় পর্যটকদের সেই সুযোগ করে দিয়েছিল হোটেল, লজগুলি৷ এ বছর সমস্ত হোটেল, লজ কর্তৃপক্ষকে পুরী প্রশাসনের থেকে জানিয়ে দেওয়া হয়েছে, রথের যাওয়ার সময় পর্যটকদের ছাদে ভিড় করতে দেওয়া চলবে না৷ শনিবার বিকেলের মধ্যেই সমস্ত হোটেল, লজগুলিকে খালি করে করে দেওয়ার জন্য আগেই নির্দেশ জারি করা হয়েছিল৷ তবে সাধারণ মানুষ যাতে টিভি এবং নেট মাধ্যমে রথযাত্রা সরাসরি দেখতে পারেন, তার জন্য উদ্যোগী হয়েছে ওড়িশা সরকার৷ সরকারের তরফেই সব টিভি চ্যানেল এবং ওয়েব পোর্টালগুলিকে রথযাত্রার সরাসরি সম্প্রচারের জন্য বিনামূল্যে ফিড দেওয়া হবে৷

Find out more: