২০২০ সালের ৩০ জানুয়ারি। কেরল থেকে এসেছিল ভারতের প্রথম করোনা আক্রান্ত হওয়ার খবর। এরপর দেশে এখনও পর্যন্ত ৩ কোটিরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। যেটার শুরুটা হয়েছিল কেরলের ডাক্তারি নিয়ে পড়াশোনা করা মহিলার। চিনের উহানে ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে গিয়ে ভারতে ফিরে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। চিনের উহান থেকে গোটা বিশ্বে করোনা ছড়িয়েছিল। সেই উহান থেকেই দেশে ফিরে কেরলের সেই মহিলার কোভিড রিপোর্ট পজেটিভ এসেছিল। ঠিক এক মাস চিকিতসার পর তিনি করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। তবে ততক্ষণে দেশের অংশ থেকে আসতে শুরু করেছে করোনা আক্রান্ত হওয়ার খবর আসতে শুরু করেছে। সেই মহিলা আবার করোনা আক্রান্ত হলেন। ঠিক দেড় বছরের মাথায় সেই মহিলার করোনা রিপোর্ট পজেটিভ এল। ঘরেই তিনি আইসোলেশনে আছেন। তাঁর শারীরিক অবস্থা ঠিক আছে বলে জানানো হয়েছে। তাঁকে দিল্লি এনে পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, শেষ হল কোপা আমেরিকা ও ইউরো কাপ ফুটবল। এখনও সব জটলায় আর্জেন্টিনার গোল অফসাইড ছিল কিনা, কিংবা ইংল্যান্ড-ইতালি ম্যাচের পর হাঙ্গামা এখনও মুখে মুখে ফিরছে। এরমধ্যেই এক নতুন সম্ভানা দেখা গেল। একদিকে দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকা খেতাব জিতল আর্জেন্টিনা, অন্যদিকে ৫৩ বছর পর ইউরো জিতল ইতালি। এবার জোর খবর, সম্ভাবনা তৈরি হচ্ছে, যেখানে দুই মহাদেশের এই দুই চ্যাম্পিয়ন দেশ মুখোমুখি হতে পারে। অর্থাৎ আর্জেন্টিনা আর ইতালির একটি ম্যাচে মুখোমুখি দেখা হতে পারে। বেশ কিছু রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল (CONMEBOL) যোগাযোগ করেছে ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা উয়েফার (UEFA)সঙ্গে, যাতে একটি ম্যাচ খেলা হয় আর্জেন্টিনা ও ইতালির মধ্যে। আপাতত বিষয়টি প্রাথমিক আলোচনার মধ্যেই রয়েছে।
Find out more: