হাইকোর্টের নির্দেশে গত বছর পুজো মণ্ডপের বাইরে থেকেই ঠাকুর দেখতে হয়েছিল বাঙালিকে। উঁকিঝুকি দিয়ে প্রতিমা দর্শনে তো আর বাঙালির পুজো দেখার সাধ মেটে না! ফাঁকা মণ্ডপে মন খারাপ করে বসে ছিলেন পুজো উদ্যোক্তারাও। তাই এ বারে অন্য পথে হাঁটার পরিকল্পনা পুজো আয়োজকদের। শহর কলকাতা তৈরি হচ্ছে বাঙালির সবথেকে বড় উৎসবের জন্য। তবে দুর্গাপুজো দেখতে গেলে বাধ্যতামূলক করা হোক টিকা। করোনার দ্বিতীয় ঢেউয়ের অভিজ্ঞতা থেকেই এ বার পুজোর আয়োজনে যথেষ্ট সাবধানী পুজো কমিটিগুলি। করোনাবিধি মেনে কীভাবে পুজো করা যায় সেই জন্যই তৈরি হয়েছে 'ফোরাম ফর দুর্গোৎসব কমিটি'। পুজোর আয়োজন করা নিয়ে সংশয়ে রয়েছেন কলকাতার বড় পুজো কমিটিগুলি। কারণ পুজো নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি রাজ্য প্রশাসন। তাই গাইড লাইন ঠিক করতে বৈঠকের ডাক দিয়েছে ফোরাম ফর দুর্গা উৎসব। ২৯ টি পুজো কমিটির সদস্যরা ছিলেন এই বৈঠকে।
এ বছর এমন মণ্ডপসজ্জা বা থিম করার পরামর্শ তাঁদের, যাতে দূর থেকেই ঠাকুর দেখতে পান দর্শনার্থীরা। খোলামেলা মণ্ডপ করার কথাও জানিয়েছেন তাঁরা। পাশাপাশি পুজোর সঙ্গে জড়িত ক্লাবকর্তা থেকে শিল্পী, ঢাকি থেকে পুরোহিদের টিকাকরণ সম্পূর্ণ করতে চাইছে ফোরাম ফর দুর্গোৎসব। টিকা নিয়ে তবেই মণ্ডপে ঢোকার অনুরোধ কমিটির। মণ্ডপে স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখতে হবে আয়োজকদের। মাস্ক পরা বাধ্যতামূলক। তবে পুজো হবে কি না, সে বিষয়ে শেষ কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দুর্গা পুজোয় থিমের লড়াই এর সঙ্গে জুড়ে যায় বাজেট। এবারে লকডাউনে অর্থনীতির কথা মাথায় রেখে কম বাজেটের মধ্যে মণ্ডপসজ্জায় জোর দেওয়া। একই সঙ্গে পুজোর টাকায় এলাকার দুঃস্থদের সাহায্যেরও আবেদন করেছে এই ফোরাম।
Find out more: