২২ জুলাই ঘোষিত হবে চলতি বছরের উচ্চমাধ্যামিক পরীক্ষার রেজাল্ট। করোনা সংক্রমণের ধাক্কায় এবছরের মতো বাতিল হয়ে যায় উচ্চমাধ্যমিক পরীক্ষা। ছাত্রছাত্রী বছর যাতে কোনওভাবে নষ্ট না হয় সেই কথা মাথায় রেখে বিশেষ পদ্ধতিতে মূল্যায়নের পর চলতি মাসের ২২ তারিখ Higher Secondary Result ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিকেল ৪টে থেকে এসএমএস, মোবাইল অ্যাপ, ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। পরের দিন ২৩ জুলাই সকাল ১১টা থেকে মার্কশিট ও অন্যান্য শংসাপত্র সংগ্রহ করা যাবে। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানাল উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদ। ২০ জুলাইয়ের মধ্যে মাধ্যমিকের ফলপ্রকাশ হতে পারে বলে খবর। উচ্চমাধ্যমিকের মূল্যায়ণের ক্ষেত্রে সংসদ সভাপতি মহুয়া দাস জানিয়েছিলেন, বিশেষ গাণিতিক পদ্ধতিতে হবে দ্বাদশের পড়ুয়াদের মার্কশিট। এই পদ্ধতিতে মূল্যায়নে কেউ সন্তুষ্ট না হলে কোভিড পরিস্থিতি স্বাভাবিকের পর পরীক্ষায় বসতে পারবেন পড়ুয়ারা। তবে সেক্ষেত্রে পরীক্ষায় প্রাপ্ত নম্বরকেই উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও চূড়ান্ত বলেই ধরা হবে। 

কিন্তু রেজাল্ট জানা যাবে কীভাবে ? পড়ুয়ারা পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট wbresults.nic.in এবং www.exametc.com, www.results.siksha, www.westbengal.shiksha ওয়েবসাইটে দেখা যাবে।এছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এসএমএসে ফল জানতে টাইপ করতে হবে WB <রোল নম্বর> , পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে। এবার থেকে সংসদের অ্যাপেও জানা যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবার থেকে সংসদের অ্যাপেও জানা যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল।

Find out more: