দেশের অধিকাংশ রাজ্যে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উদ্বেগ কমছে না কেরল নিয়ে। গত ২৪ ঘণ্টায় প্রায় ১৪ হাজার জন আক্রান্ত হয়েছে সে রাজ্যে। তবে দৈনিক সংক্রমণ একই গণ্ডিতে ঘোরাফেরা করলেও কমছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৯৯ জন কোভ়িড রোগীর। দৈনিক রোগীর সংখ্যা প্রায় সাড়ে তিন মাস পর ৫০০-র কম হল। ৬ এপ্রিল শেষবার দেশের দৈনিক মৃত্যু ছিল ৫০০-র নীচে। তার পর বাড়তে বাড়তে চার হাজারও ছাড়য়েছিল তা। কমতে কমতে ১০৪ দিন পর ৫০০-র নীচে নামল।
অন্যদিকে, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জ্বালায় জ্বলছে দেশ। জাতীয় স্তরে বিজেপিবিরোধী হাওয়া গরম করতে, এবার সেই ইস্য়ুকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল। সূত্রের খবর, জ্বালানীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঠিক যে ভাবে বিধানসভায় প্রতিবাদ হয়েছে, এবার সংসদেও একই কৌশলে আক্রমণের ঝাঁজ বাড়াতে চাইছে শাসকদল। সেই লক্ষ্যে বিধানসভার পর এবার সংসদেও হবে তৃণমূলের 'সাইকেল প্রতিবাদ'। জানা গিয়েছে, সোমবার সাউথ অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয় থেকে সংসদ ভবন পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দেবেন তৃণমূল সাংসদরা। ৬ মিনিটের সেই যাত্রা পথে জ্বালানীর মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দেখানো হবে এই অভিনব প্রতিবাদ। রবিবার সর্বদল বৈঠক এই ইস্য়ুতে প্রতিবাদের সুর বেঁধে দিয়েছেন তৃণমূলের দুই প্রতিনিধি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও'ব্রায়েন। সূত্রের খবর, সোমবার সংসদের অধিবেশনের প্রথম দিনে এই ইস্য়ুতে মুলতুবি প্রস্তাবও আনতে পারে রাজ্যের শাসকদল।
Find out more: