এবার এ বছর ৯০ শতাংশ ছাত্র ছাত্রী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৬৯৭। তবে এই নম্বর পেয়েছেন ৭৯ জন পরীক্ষার্থী। সেই হিসেবে কি প্রথম স্থানের অধিকারী ৭৯ জন? জবাবে কল্যাণময় জানিয়েছেন, ‘‘এটুকু বলতে পারি ৭৯ জন ৬৯৭ পেয়েছেন।’’ এ বছর মোট ছাত্রছাত্রী ১০ লক্ষ ৭৯ হাজার ৭৪৯। এবার ছাত্র পরীক্ষার্থী ৪ লক্ষ ৬৫ হাজার ৮৫০ জন এবং ছাত্রী পরীক্ষার্থী ৬ লক্ষ ১৩ হাজার ৮৪৯ জন। মঙ্গলবারই স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন ছাত্র-ছাত্রীদের অভিভাবেকেরা। পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে মঙ্গলবার সকাল থেকেই স্কুল প্রতিনিধিদের হাতে অ্যাডমিট কার্ড ও মার্কশিট তুলে দেওয়া হবে। মঙ্গলবারই স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন ছাত্র-ছাত্রীদের অভিভাবেকেরা। পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে মঙ্গলবার সকাল থেকেই স্কুল প্রতিনিধিদের হাতে অ্যাডমিট কার্ড ও মার্কশিট তুলে দেওয়া হবে।
চলুন দেখে নেওয়া যাক ১০০ শতাংশ পাশ হওয়া এবারের মাধ্যমিকে ২০০৯ সাল থেকে পাশের হার কেমন ছিল---
২০০৯: ৮০.৭৮%
২০১০: ৮১.১৭%
২০১১: ৮০.৫৭%
২০১২: ৮২.২৪%
২০১৩: ৮১.৮১%
২০১৪: ৮২.২৪%
২০১৫: ৮২.৬৬%
২০১৬: ৮২.৭৪%
২০১৭: ৮৫.৬৫%
২০১৮: ৮৫.৪৯%
২০১৯: ৮৬.০৭%
২০২০: ৮৬.৩৪%
২০২১: ১০০%